এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ত্রিপল চুরির মামলায় হলো না রায়দান, ভাগ্য ঝুলে রইল শুভেন্দু অধিকারীর

ত্রিপল চুরির মামলায় হলো না রায়দান, ভাগ্য ঝুলে রইল শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অধিকারী পরিবারের দুই সদস্য শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পুরসভা থেকে সরকারি ত্রাণের ত্রিপল চুরির বিস্ফোরক অভিযোগ ওঠে। এরপর এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, এই মামলা থেকে হয় তাঁদের অব্যাহতি দেয়া হোক। না হলে সিবিআইকে দিয়ে এই মামলার তদন্ত করানো হোক। তিনি অভিযোগ করেছেন, রাজ্য পুলিশ সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তাঁর ওপরে মামলা চাপিয়ে দিয়েছে। আজ এই মামলার শুনানি শেষ হল। এখনো পর্যন্ত মামলায় আদালতের পক্ষ থেকে কোন রায় দেওয়া হয় নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মামলার রায়ের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। যার ফলে ঝুলে রইল শুভেন্দু অধিকারীর ভাগ্য। শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানায় ত্রিপোল চুরির অভিযোগ আনা হয়েছিল। এই অভিযোগ করেছিলেন
পুরসভার সদস্য রত্নদ্বীপ মান্না। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আজ এই মামলার শুনানি শেষ হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই মামলার শুনানি চলে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখনই যদি শুভেন্দু অধিকারীকে ছেড়ে দেয়া হয় তবে তদন্ত প্রভাবিত হবে। শুভেন্দু অধিকারীকে যাতে অব্যাহতি না দেয়া হয়, সেজন্য আদালতে আর্জি জানিয়েছেন আইনজীবী কিশোর দত্ত। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানিয়েছেন যে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কি ত্রিপল চুরি করতে যাবে? তিনি আরো জানিয়েছেন যে, এর এফআইআরে চুরির অভিযোগ করা হয়নি। চুরি হতে পারে এই ধরনের অভিযোগ করা হয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!