এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “হীরক রানী বাই বাই” শুভেন্দুর মুখে নয়া স্লোগান! আরও চাপে মমতার সরকার!

“হীরক রানী বাই বাই” শুভেন্দুর মুখে নয়া স্লোগান! আরও চাপে মমতার সরকার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সত্যজিৎ রায়ের সিনেমায় হীরক রাজার দৃশ্য আমরা সকলেই দেখেছি। তার কথা মতই সবকিছু চলতো। তা না হলেই তিনি আইন করে তাকে শাস্তি দিতেন। পশ্চিমবঙ্গেও বর্তমানে তেমনটাই অবস্থা। তবে এখানে হীরক রাজা নেই, হীরক রানীর খেয়াল খুশিমতই গোটা রাজ্য চলছে। গোটা রাজ্যে দুর্নীতি ছেয়ে গিয়েছে। নেতা, মন্ত্রী সকলেই জেলে যেতে শুরু করেছেন। তবে আসল মাথা কবে যাবে, সেটাই প্রধান প্রশ্ন। আর এর মাঝেই এবার নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় স্লোগান সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তিনি এমন একটি কথা বললেন, যাতে বিরোধীরা এমনিতেই তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। কিন্তু এই স্লোগান যেন কিছুটা অন্যরকম উজ্জীবিত হওয়ার মত। কিন্তু কি এমন স্লোগান বেঁধে দিলেন শুভেন্দুবাবু! যা শুনে উজ্জীবিত বিরোধী শিবির!

প্রসঙ্গত, এদিন দুর্নীতি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে শুভেন্দু অধিকারী বলেন, “এই সমস্ত দুর্নীতির মূলাধার হচ্ছে মমতা ব্যানার্জি। তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাই গোটা রাজ্য জুড়ে আওয়াজ উঠেছে, হীরক রানী বাই বাই।” একাংশের মতে, নিজের খেয়াল খুশি মতই রাজ্য পরিচালনা করে গোটা বাংলাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় তিনি সত্যিই হীরক রানী হিসেবেই রাজ্যের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছেন। কারণ কোনো গঠনমূলক কাজ তার সরকার করতে পারেনি। সব জায়গায় চুরি এবং ধ্বংসের রাজনীতি। তাই শুভেন্দু অধিকারী এদিন যে স্লোগান সামনে আনলেন, তা তৃণমূল বিরোধীদের কাছে যথেষ্ট চমকপ্রদ বলেই মনে করছেন একাংশ।

বিজেপির দাবি, হীরক রাজ্যের আমলেও হয়ত এর থেকে ভালো নিয়ম-কানুন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, তা সব সীমাকে লংঘন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে তিনি গণতন্ত্রকে দুহাতে চেপে ধ্বংস করছেন। একের পর এক নেতা-মন্ত্রী জেলে যাচ্ছেন। দুর্নীতির মাথায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকারদের চোখের জল উপভোগ করছেন। সামান্য সহানুভূতি দেওয়ার মতো ক্ষমতা তার নেই। তাই রাজ্যের মানুষ এখন এই তৃণমূল সরকারের কাছ থেকে পরিত্রাণ চাইছেন। আগামী দিনে ভোটবাক্সে তৃণমূল এবং তাদের হীরক রানী বিদায় নেবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, এর আগে বিগত বাম সরকারের আমলে “পরিবর্তন চাই” বলে প্রতিশ্রুতি নতুন বাংলার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান উঠেছিল, বদলা নয়, বদল চাই। যে স্লোগান রাজ্যের মানুষের মন ছুয়ে গিয়েছিল। আর এবার বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাকে “হীরক রানী” বলে “হীরক রানী বাই বাই” নতুন স্লোগান সামনে আনলেন। বিরোধী দলনেতার এই স্লোগান নিঃসন্দেহে রাজ্যের সাধারন মানুষের মন ছুঁতে বাধ্য। কারণ মানুষ বুঝতে পারছেন, তৃণমূলের ওপরে ভরসা রেখে তাদের কত বড় ভুল হয়েছে! কিভাবে রাজ্যকে হীরক রানী ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন! তাই তার থেকে পরিত্রাণ পেতে শুভেন্দু অধিকারীর এই স্লোগানকে বাস্তবের মাটিতে মান্যতা দিতে বিদায় জানাতে হবে তৃণমূল সরকারকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!