এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আরেকটি রাজ্যে বিজেপিকে চরম ধাক্কা দিতে চলেছে সম্মিলিত বিরোধীরা

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আরেকটি রাজ্যে বিজেপিকে চরম ধাক্কা দিতে চলেছে সম্মিলিত বিরোধীরা


 

লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে আটকাতে বিরোধী মহাজোটের ডাক দিয়েছিলেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের মধ্যে মতানৈক্যের জন্য সেই জোট কার্যকর হয়নি। যার ফলে 2019 সালের লোকসভা নির্বাচনে আরও বেশি করে মোদি ঝড় বইতে দেখা গেছে।

তবে লোকসভা নির্বাচনে বিরোধীদের যখন কার্যত অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে বসেছে, তখন ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টিকে চাপে রাখতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এবার মধ্যপ্রদেশ, রাজস্থান ছত্রিশগড়ের পর বিরোধীদের চাপে আরেকটি রাজ্য হাতছাড়া হতে চলেছে ভারতীয় জনতা পার্টির।

বস্তুত, ভারতের অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বই তথা মহারাষ্ট্রে বিজেপির সরকার করতে না পারা এখন তাদের কাছে একটা বড় ধাক্কা। তাই প্রথম থেকেই শিবসেনাকে নিজেদের কাছে পাওয়ার জন্য বহু চেষ্টা চালিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হল না।

সূত্রের খবর, আগামীকাল দুপুর তিনটের সময় রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবে কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা। আর বিজেপির সঙ্গে শিবসেনার মতানৈক্য ঠিক যেখান থেকে, সেই ফিফটি-ফিফটি ফর্মুলায় অবশ্য শিবসেনাকে এগিয়ে রাখছে কংগ্রেস এবং এনসিপি।

জানা গেছে, এই জোট যদি সম্পন্ন হয়, তাহলে শিবসেনা মুখ্যমন্ত্রী পদ পাবে। অন্যদিকে কংগ্রেস এবং এনসিপি একটি করে উপমুখ্যমন্ত্রীর পদ পাবে। তবে শিবসেনা যদি মুখ্যমন্ত্রীর পদ পায়, তাহলে কে হবে তাদের মুখ্যমন্ত্রী!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হতে পারেন। আর যদি তিনি না হন, তাহলে তার সুপারিশের ভিত্তিতে অন্য কেউ হতে পারেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। তবে এনসিপি, কংগ্রেস এবং শিবসেনা জোট করে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানানোর জন্য প্রস্তুতি নিলেও অন্য দাবি করতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে।

তাদের দাবি, বর্তমানে তাদের পক্ষে 119 জন বিধায়কের সমর্থন রয়েছে। তাই তারাই আগামী দিনে এখানে সরকার গড়বে। অন্যদিকে বর্তমানে শিবসেনার দখলে 56 টি, এনসিপি’র দখলে 54 টি এবং কংগ্রেসের দখলে 44 টি আসন রয়েছে। তাই এই তিন রাজনৈতিক দল জোট করে ঐক্যমত্যের ভিত্তিতে মন্ত্রক গঠন করবে বলে জানা যাচ্ছে। যে দল যত বেশি আসন পেয়েছে, সেই দল মন্ত্রক গঠন করার ক্ষেত্রে তত অ্যাডভান্টেজ পাবে বলে খবর।

বিশ্লেষকরা বলছেন, যদি রাজ্যপাল এই এনসিপি, কংগ্রেস এবং শিবসেনা জোটকে সরকার গঠনের জন্য আহ্বান জানায়, তাহলে বিজেপি তাদের রাজনৈতিক কৌশলে বদল আনতে পারে। সেক্ষেত্রে হিন্দুত্বের প্রচার আরও বেশি করে এনে তারা শিবসেনাকে বিপাকে ফেলতে পারে বলে মনে করছেন একাংশ। তবে কি হবে তা ভবিষ্যতই বলবে।

কিন্তু যেভাবে বিজেপির বিরুদ্ধে তিনটি রাজনৈতিক দল এককাট্টা হয়েছে এবং তারা যদি শেষ পর্যন্ত সরকার গঠন করে নেয়, তাহলে আগামী ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের আগে তা বিজেপির কাছে অত্যন্ত চাপের কারণ হবে বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। ফলে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়ের পর আগামী ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে বিজেপিকে বিরোধী দল হিসেবেই থাকতে হয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!