এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > স্থায়ী সমাধানের দাবি, জিটিএ নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত পাহাড়!

স্থায়ী সমাধানের দাবি, জিটিএ নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত পাহাড়!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই অনুষ্ঠিত হতে চলেছে জিটিএ নির্বাচন। সম্প্রতি এই ব্যাপারে সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ নির্বাচনের প্রসঙ্গ উঠতেই রীতিমতো নতুন করে আলোড়ন পড়ে গিয়েছে শৈলশহরে। যেখানে প্রতিটি দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কিছু বলা না হলেও, প্রতিটি রাজনৈতিক দলই পাহাড়ের সমস্যার সমাধান চাইছেন। এক্ষেত্রে কেউ কেউ নিজেদের দাবিও তুলে ধরতে শুরু করেছেন। যার ফলে নতুন করে জিটিএ নির্বাচনের আগে উত্তপ্ত হতে শুরু করেছে পাহাড়।

সূত্রের খবর, আগামী জুন মাসেই জিটিএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর তার আগেই এই বিষয় নিয়ে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোর্চা সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “আমাদের দাবি, জিটিএকে আরও শক্তিশালী করার পর নির্বাচন করা হোক। আমরা এখনও সেই সিদ্ধান্তে অনড় আছি। রাজ্য যদি না মানে, তাহলে দল তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।”

অন্যদিকে এই ব্যাপারে হামরো পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের রাজনৈতিক সমাধান করতে হবে বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের এসপি শর্মা। স্বভাবতই গোটা বিষয়টি কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!