এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার ছায়া কর্নাটকে – নির্বাচনের আগে স্টিং অপেরেশনে ফাঁস বৃহত্তম কেলেঙ্কারি

বাংলার ছায়া কর্নাটকে – নির্বাচনের আগে স্টিং অপেরেশনে ফাঁস বৃহত্তম কেলেঙ্কারি


প্রস্তাবিত সময় অনুয়ারী কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচন আগামী ১২ই মে। এই নির্বাচন উপলক্ষ্যে প্রচারপর্ব শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই হাতে রাখা শেষ শক্তিশালী অস্ত্র প্রয়োগ করলো কংগ্রেস। এদিন রাজধানী বেঙ্গালুরুর প্রদেশ কংগ্রেস অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে  খাদান দুর্নীতির স্টিং অপারেশনের ফুটেজ প্রকাশ করলেন কর্ণাটকের স্বরাষ্টমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি। প্রায় ৪৫ মিনিটের ফুটেজ থেকে উঠে আসছে খাদান কেলেঙ্কারীর বিস্ফোরক সব দৃশ্য এবং অজানা অনেক তথ্য। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি শাসিত কর্ণাটকে সবচেয়ে বড় দুর্নীতিকাণ্ড খাদান কেলেঙ্কারি। যার নেপথ্যে ছিলেন  প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা সহ রাজ্যের বহু প্রথম সারির বিজেপি নেতা এবং মন্ত্রীরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নাম রয়েছে জনার্ধন রেড্ডি সহ তার ভাইদের। ফুটেজে দেখা যায় খাদান কেলেঙ্কারি সংক্রান্ত বিভিন্ন আলোচনা চলছে বিজেপি নেতাদের গোপণ বৈঠকে। যে বৈঠকগুলি মূলতঃ আর্থিক লেনদেন, খাদান দুর্নীতির টাকা কোন খাতে যাবে, আইনি ফাঁক ফোকরই বা কী আছে, সবকিছু নিয়েই। ২০১০ সালের ১০ ই মে-র ফুটেজটিতে দেখা গিয়েছে সুপ্রীম কোর্টের তৎকালীন বিচারপতি’র জামাইকে। এদিনে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে  খাদান সংস্থা অবুলাপরম’ই হলো খাদান কেলেঙ্কারীর মূল পীঠস্থান। এই সংস্থার মালিক ছিলেন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার শাসনকালে’র তিন মন্ত্রী ৩ রেড্ডি ভাই- জি করুনাকারা রেড্ডি, জি জনার্ধন রেড্ডি,জি সোমশেখর রেড্ডি। এই খাদান টি ছিলো কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ সীমান্তের মাঝে বেলারিতে। আর্থিক কেলেঙ্কারির বড়সড় নেটওয়ার্ক চলত সেখান থেকেই। মনে করা হচ্ছে এই খাদান কেলেঙ্কারীতে নাম জড়াতে পারে এই আশঙ্কায় ২০১১-র অগাস্টে পদত্যাগ করেন ইয়েদুরাপ্পা। ঐ সময়ে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই জানর্ধন রেড্ডি সহ আরও ১ জনকে গ্রেফতার করে। এই সময়ে  অভিযোগ ওঠে, ভাইকে ছাড়াতে সুপ্রিম কোর্টের বিচারপতিকে ঘুষ দেয় আরেক রেড্ডি ভাই। এই প্রেস রিলিজে দুর্নীতিকাণ্ডের সমস্ত তথ্য দিয়েই অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে আদালতে চলা মামলার বিবরণ দেওয়া হয়েছে। এদিনের ফুটেজ প্রকাশ্যে আসতেই বিজেপি শিবির কার্যত নিশ্চুপ। এদিনের ঘটনার কোনো জবাব ও পাওয়া যায়নি তাদের থেকে। যদিও জানা গেছে প্রথম থেকেই এই কেলেঙ্কারীরতে গেরুয়া শিবির উদাসীন। এই আসন্ন নির্বাচনের প্রচার কার্যে রেড্ডী ভাই দের প্রচারমঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দেখতে পাওয়া যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!