এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর পর শুভেন্দুকে ফোন মমতার, বরফ গলবে কি ?

মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর পর শুভেন্দুকে ফোন মমতার, বরফ গলবে কি ?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর মনকষাকষি নতুন নয়। এমন পরিস্থিতিতে যেখানে তৃণমূলের তরফ সৌগত রায়কে তাঁর সঙ্গে বৈঠক করে সবকিছু মিটিয়ে নেওয়ার প্রচেষ্টা করতে দেখা গিয়েছিল, সেখানেই বিগত বেশ কয়েকদিন ধরে তৃণমূলের দুই নেতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রামনগরের বিধায়ক অখিল গিরিকে তাঁকে কটাক্ষ করে আক্রমণ করতেই লক্ষ্য করা যায়।

অন্যদিকে সেই কটাক্ষের জবাবে পাল্টা তাঁদের নাম না করেই শুভেন্দু অধিকারীকে মার্জিত ভাষায় প্রত্যুত্তর দিতে দেখা গিয়েছিল। কিন্তু তারপরেও তাঁকে মন্ত্রীর পদে থেকে এসব করাটা মানায় না, এমন কথাই বলা হয়। তারপরেই শুভেন্দু প্রথমে এইচআরবিসি এবং আজ মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলেই জানা গেছে। শুধু তাই নয়, সেইসঙ্গে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদও তিনি ছেড়ে দিয়েছেন বলেই জানা গেছে।

বস্তুত, রাজনীতিবিদদের মতে আসলে শুভেন্দু অধিকারী এভাবেই বুঝিয়ে দিতে চাইলেন যে, তাঁর পদ ছাড়তে এক মুহূর্তও লাগে না। পদের প্রতি যে তাঁর বিন্দুমাত্র লোভ নেই, সেই কথাই প্রমাণ করলেন তিনি। আর সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অখিল গিরির চ্যালেঞ্জ তিনি সোজাসুজি গ্রহণ করে রাজ্য রাজনীতিতে তিনি যে ফুরিয়ে যাওয়ার জন্য আসেননি সেটাই বুঝিয়ে দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর নিজের সাংগঠনিক ক্ষমতার উপর অগাধ বিশ্বাস। না থাকলে যে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারতেন না, সেই কথাই মনে করা হয়েছে। তাই শুভেন্দু অধিকারী পদত্যাগ করে বুঝিয়ে দিলেন যে পদে না থেকেও মানুষের হয়ে কাজ করতে তাঁর অসুবিধা হবে না। আর এই পদত্যাগের পরেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ফোন করে কথা বলেছেন বলে জানা গেছে।

সেখানে সম্ভবত কেন তিনি পদত্যাগ করলেন সেকথাই মুখ্যমন্ত্রী তাঁর কাছ থেকে জানতে চেয়েছেন বলেই অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারী এদিন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন বলে জানা গেছে। সেইসঙ্গে চিঠিতে তাঁকে মানুষের হয়ে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়ায় তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ একথাও জানিয়েছেন বলে জানা গেছে।

তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর এদিন খুব বেশিক্ষণ কথা হয়নি বলেই জানা যায়। যদিও মুখ্যমন্ত্রীর এই ফোন বিশেষ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বস্তুত, এর আগে দলের শীর্ষ নেতা প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে দু-দুবার বৈঠক হলেও সেখান থেকে কোনো রকম সমাধান সূত্র বের হয়নি বলেই জানা গেছে।

আর তখন অনেকেই মনে করেছিলেন যে হয়ত এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টেলিফোন করে কথা বলবেন। কিন্তু সেটা তিনি করেননি। আর এখন মন্ত্রিত্ব ছাড়ার পর সেই ফোন এদিন এল। কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!