এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। এর পরিপ্রেক্ষিতে কি বললেন দিলীপ ঘোষ? আসুন জেনে নিন

মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। এর পরিপ্রেক্ষিতে কি বললেন দিলীপ ঘোষ? আসুন জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের আবহে আজ রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন। কালীঘাটের মুখ্যমন্ত্রী বাড়িতে লোক পাঠিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা করলেন তিনি। যেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে, যে যে পদে তিনি ছিলেন, সমস্ত পদ থেকেই তিনি পদত্যাগ করেছেন। এর সঙ্গে সঙ্গেই ইমেইল মারফত পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন রাজ্যপালকে। রাজ্যপাল তাঁর পদত্যাগ পত্র প্রাপ্তির কথা স্বীকার করে দিলেন।

এদিকে, সূত্রের খবর আগামীকাল দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এ খবর সামনে আসতেই তার বিজেপি যোগের জল্পনা তীব্র হলো। তবে, এ বিষয়ে কিছু জানান নি তিনি। শুভেন্দু অধিকারীর পদত্যাগ নিয়ে বেশ কিছু বক্তব্য রাখলেন গণমাধ্যমের কাছে
বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, শুভেন্দু অধিকারী দল ছাড়তে পারেন, এমন একটি গুঞ্জন কিছু সময় ধরে চলছিল। এটা হবারই কথা ছিল। কারণ শাসকদল তৃণমূলে থাকার পরিবেশ নেই। তিনি জানান শাসকদল তৃণমূলে মুসল পর্ব শুরু হয়ে গেছে। আজকের ঘটনায় তৃণমূলের শেষের দিন শুরু হলো। তৃণমূল দলটাই উঠে যাবে। অত্যাচারী শাসন, অত্যাচারের পার্টি চলছে। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় মানুষ কখনোই তা মেনে নেবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে, বিজেপি কি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে? এর উত্তরে তিনি জানালেন যে, ৫ জন তৃণমূল সাংসদের বিজেপিতে আসার কথা জানিয়ে ছিলেন অর্জুন সিং। নিশ্চয়ই যোগাযোগ রাখা হচ্ছে এদের সঙ্গে। এরা দলে আসতে চাইলে, তাদের দলে আসার সুযোগ দেয়া হবে। শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে আসতে চান, তবে তাকে সমাদর করে নেওয়া হবে। তবে, তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারী কোনো যোগাযোগ হয়নি।

শুভেন্দু অধিকারী পদত্যাগ করায় কি তৃণমূল দলের ক্ষতি হলো? এর উত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন। এই ঘটনায় তৃণমূলের ক্ষতি অবশ্যই হয়েছে। শুভেন্দু অধিকারী যদি দল ছেড়ে চলে যান, তবে তৃণমূলের অনেক যুবনেতা আছেন। তারাও হয়তো ছেড়ে চলে যাবেন। এর জন্য বিরাট ধাক্কা খাবে তৃণমূল।

তাঁকে প্রশ্ন করা হয়, এতে কি তৃণমূল সংগঠন বিরাট ধাক্কা খাবে? এর উত্তরে বিজেপির রাজ্য সভাপতি জানালেন যে, তৃণমূলের সংগঠন বলে কিছু নেই। ওটা একটা মেলা মাত্র। যেখানে একটা সার্কাস চলছে। যার মালিক আছেন, ডাইরেক্টর আছেন। বাকিরা সবাই কর্মচারী হিসেবে কাজ করছেন। যারা কর্মচারী হিসেবে থাকতে চান না, সম্মানের সঙ্গে যারা থাকতে চান, তাদের দল পরিবর্তন করে বিজেপিতে আসার আহ্বান জানান তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!