এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীর প্রতি তাৎপর্যপূর্ণ বক্তব্য হেভিওয়েট তৃণমূল সাংসদের, জল্পনা তীব্র রাজনীতি মহলে

শুভেন্দু অধিকারীর প্রতি তাৎপর্যপূর্ণ বক্তব্য হেভিওয়েট তৃণমূল সাংসদের, জল্পনা তীব্র রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ নন্দীগ্রাম দিবসে পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল ও বিজেপি। শুভেন্দু অধিকারীকে প্রবেশে বাধা দেয়া হয়, তাঁর বিরুদ্ধে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করেন, অন্যদিকে বিজেপি সমর্থকরা গো ব্যাক স্লোগান দেন মন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পূর্ব মেদিনীপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এর সঙ্গেই শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। এই আবহে শুভেন্দু অধিকারীর প্রতি তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।

আজ ভাঙাবেড়িয়ায় শহীদ বেদীতে মাল্যদান করলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। মাল্যদান করার পর তিনি জানালেন যে, নন্দীগ্রাম দিবস উপলক্ষে প্রতিবছর তাঁরা এখানে আসেন। এলাকার সাংসদ হিসাবে তিনি শহীদ বেদীতে মাল্যদান করেছেন। ব্রাত্য বসুকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে, এর উত্তরে তিনি জানালেন যে, বিষয়টি তিনি জানেন না। এরপরেই তিনি জানান যে, বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া প্রয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, শুভেন্দু অধিকারীকে তৃণমূলের বিশ্বাসঘাতক আখ্যাদান প্রসঙ্গে তিনি জানালেন যে, একথা কখনই বলা যাবে না যে, শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করেছেন। আজ শুভেন্দু অধিকারীর প্রতি তাঁর ভাই তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর দিব্যেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনিও কি বিজেপিতে যোগদান করবেন? সে সময় তিনি জানিয়েছিলেন যে, তিনি তৃণমূলেই থাকবেন, বিজেপিতে যোগদান করবেন না।

কিন্তু এরপর হলদিয়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি তাঁর ও শিশির অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র আকার ধারণ করেছে। প্রধান মন্ত্রীর কাঁথির জনসভার দিনেই তাঁরা বিজেপিতে যোগদান করতে পারেন, এমন একটা জল্পনা চলছে রাজ্যের রাজনৈতিক মহলে। আবার, ইতিপূর্বে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, আগামী রামনবমীর দিনে তাঁর বাড়িতে পদ্ম ফুল ফোটাবেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!