এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার পরেই জল্পনা তাঁর ছেড়ে যাওয়া মন্ত্রকের দায়িত্ত্ব কার?

শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার পরেই জল্পনা তাঁর ছেড়ে যাওয়া মন্ত্রকের দায়িত্ত্ব কার?

আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ধমক খেয়েই মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী। কিছুদিন আগে থেকেই দলের অন্দরে তাঁর ‘ডানা’ ছাতার প্রক্রিয়া শুরু করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তাঁর হাত থেকে পরিবেশ মন্ত্রকের দায়িত্ত্ব নিয়ে তা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে।

এরপর শোভনবাবুকে সড়িয়ে দেওয়া হয় দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতির পদ থেকেও। তাঁর স্থলাভিষিক্ত করা হয় রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীকে। আর আজ তো, বিধানসভার ধমকের পর মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়কের কাছে জমা দেন পদত্যাগপত্র। যদিও, বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্বীকার করেন পদত্যাগের কথা। তবে এরপরেই নাকি স্বয়ং মুখ্যমন্ত্রী ফোন করে তাঁকে পদত্যাগ করতে বলেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে শোভনবাবুর পদত্যাগপত্র জমা পড়তেই, রাজ্য-রাজনীতিতে চূড়ান্ত জল্পনা শুরু – তাঁর স্থলাভিষিক্ত হবেন কে? কেননা পরিবেশ মন্ত্রক থেকে তাঁকে সরানো হলেও দমকল ও আবাসনের মত দু-দুটি গুরুত্ত্বপূর্ন দপ্তর তাঁর হাতে ছিল। সূত্রের খবর, শোভনবাবুর ছেড়ে যাওয়া দুই দপ্তরেরই দায়িত্ত্ব সামলাবেন ফিরহাদ হাকিম। এখন থেকে দমকল ও আবাসন দফতরের দায়িত্ত্বও পুর ও নগরোন্নয়নমন্ত্রী। তাঁকেই এই গুরু দায়িত্ব দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – এদিনই সেই দায়িত্ত্বভার বুঝেও নিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!