শুভেন্দু অধিকারী এবার কেন্দ্রীয় প্রকল্পের নামবদল করে মুখ্যমন্ত্রীর নাম বসাতে চান জাতীয় বিশেষ খবর রাজ্য December 26, 2017 প্রধানমন্ত্রীর দেওয়া প্রকল্পের টাকা নিয়ে মোদী সরকারের প্রতি তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল পূর্ব মেদিনীপুরের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি বলেন, প্রকল্পের নাম প্রধানমন্ত্রী যোযনা বদল করে মুখ্যমন্ত্রী যোযনা করা উচিত। আবাস বা সড়ক যোযনায় কেন্দ্র আগে বেশি টাকা দিত কিন্তু এখন রাজ্য দেয় সেই টাকা। আবাস যোযনার ক্ষেত্রে ৭৫ শতাংশ টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং ২৫ শতাংশ কেন্দ্র। যে সরকার বেশি টাকা দিচ্ছে তার নামেই যোযনা হওয়া উচিত বলে তিনি মনে করেন। তাঁর কথায়, আমরা স্থির করেছি ওই ২৫ শতাংশ টাকা আর নেব না, পুরটাই আমরা দেব। তাহলে আমরা বুক ফুলিয়ে বলতে পরব এটা মুখ্যমন্ত্রী আবাস যোযনা বা বাংলা আবাস যোযনা। শুভেন্দু বাবু আরো বলেন, রাজ্য সরকার রাজ্য তহবিল থেকে ২৫৮ কোটি টাকা দিয়েছে। তাই এই প্রকল্প গুলিকে আর কেন্দ্রের নামে বললে চলবে না। তিনি কেন্দ্র সরকার ও বিজেপিকে কটাক্ষ করে বলেন, কেন্দ্রের সরকার শুধু কথা বলে, কাজ করেনা। আর বর্তমান রাজ্য সরকার কাজে বিশ্বাসী এবং কাজ অর্থাৎ উন্নয়নই এই সরকারের ইউএসপি। আপনার মতামত জানান -