এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে শুভেন্দু! মমতার সভার আগেই দিতে চলেছেন মোক্ষম চাল?

তৃণমূলকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে শুভেন্দু! মমতার সভার আগেই দিতে চলেছেন মোক্ষম চাল?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টসদ্যই মন্ত্রীত্ব ছেড়েছেন তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে চলেছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূল নিয়ে এই মুহূর্তে জমজমাট আলোচনা চলছে রাজনৈতিক মহলে। অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু এখনও পর্যন্ত বিধায়ক পদে রয়েছেন এবং প্রাথমিক সদস্য হিসেবে দলেও আছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে ধরে রাখার জন্য উদ্যোগী হয়েছিলেন সৌগত রায়। সেই অনুযায়ী গতকাল রুদ্ধদ্বার বৈঠকও হয়েছিল শুভেন্দুকে সঙ্গে নিয়ে। কিন্তু আজকে পরিস্থিতি পাল্টে যায় যখন শোনা যায়, শুভেন্দু অধিকারী নিজেই আর দলে থাকতে চাইছেন না।

এই অবস্থায় টানটান উত্তেজনা বাংলার রাজনীতিতে। একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সামনেই মুখ্যমন্ত্রীর মেদিনীপুরে সভা। আগামী 7 ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদহে নির্বাচনী প্রচারে নামতে চলেছেন। আর তার আগেই শুভেন্দ্র অধিকারী বড়সড় ধাক্কা দেবেন তৃণমূলকে বলে মনে করছেন অনেকেই। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত যেভাবে ঘটনাবলী একের পর এক মোড় নিচ্ছে, তাতে এই মুহূর্তে শুভেন্দু বনাম তৃণমূল ম্যাচ স্লগ ওভার পর্যন্ত গড়িয়েছে বলে দাবি করছেন রাজনৈতিক মহলের অনেকেই। তবে শুভেন্দুর সিদ্ধান্ত অনুযায়ী জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সফরের আগেই শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন।

গত পয়লা ডিসেম্বর শুভেন্দুকে নিয়ে তৃণমূলের হেভিওয়েট নেতারা এবং পিকে সহযোগে রুদ্ধদ্বার বৈঠক হয়। সেখানে কিন্তু শুভেন্দুর সঙ্গে রফা সূত্র বেরোয় বলে জানা গেছে। কিন্তু 2 ডিসেম্বর দুপুরে হঠাৎ চিত্রনাট্যে বদল। শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপে মেসেজ করে স্পষ্ট জানিয়ে দেন, একসঙ্গে দলে থেকে কাজ করা যাবে না। তবে কার সাথে কাজ করা যাবে না তা নিয়ে অবশ্য এখনো পর্যন্ত তিনি কোন কিছু খোলসা করেননি। এক্ষেত্রে জানা গেছে আগামী 6 ডিসেম্বর শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানেই তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন। এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহলে 7 ডিসেম্বরের সাংবাদিক সম্মেলন ঘিরে উত্তেজনা তুঙ্গে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অবশ্য কি বক্তব্য রাখতে চলেছেন তা অবশ্য রাজনৈতিক মহলের অনেকেই বুঝতেই পারছেন। সেক্ষেত্রে 2 তারিখে সৌগত রায়কে পাঠানো শুভেন্দুর মেসেজ অনেক কিছুই সুস্পষ্ট করে তুলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই 7 ডিসেম্বর মেদিনীপুরে মমতার হাইভোল্টেজ সভা ঘিরে তোড়জোড় শুরু হয়ে গেছে। তৃণমূলের অন্দরে ফিরহাদ হাকিম থেকে শুরু করে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস ইতিমধ্যেই স্ট্র্যাটেজি ঠিক করে রেখেছেন। পাশাপাশি তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সভার আগে দলকে চাপে রাখার জন্যই শুভেন্দু অধিকারী কিন্তু 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত বেশ কিছুটা সময় নিলেন।

নিজের অবস্থান স্পষ্ট করতে 6 তারিখে শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলনের পরেই 7 তারিখে মমতার সভায় শুভেন্দু অধিকারী থাকবেন কিনা তাও স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে জানা গিয়েছে, মমতা বন্দোপাধ্যায়ের 7 তারিখের সভায় শুভেন্দু অনুগামী সমস্ত তৃণমূল কর্মীদের যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে। তবে নন্দীগ্রামের নেতা শুভেন্দু অধিকারী নিজে মমতা বন্দোপাধ্যায়ের সভায় আদৌ উপস্থিত থাকবেন কিনা সেই প্রশ্নের জবাব মিলতে চলেছে আগামী 6 ডিসেম্বর।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, আগামী 6 ই ডিসেম্বর শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে কি বার্তা দিতে চলেছেন, সে সম্পর্কে ইতিমধ্যেই ইঙ্গিত তিনি দিয়েই দিয়েছেন সৌগত রায়কে হোয়াটসঅ্যাপ মেসেজ করে। আর সেদিকে নজর দিয়ে বলা যায়, একুশের বিধানসভা নির্বাচনের আগে একথা স্পষ্ট হয়ে উঠছে দিন দিন যে এবারের বিধানসভা নির্বাচন কিন্তু আরও অনেকটাই কঠিন হয়ে দাঁড়ালো তৃণমূলের কাছে। আর সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর দল ছাড়ার ইঙ্গিত অনুঘটকের কাজ করছে।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!