এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু চলে গেলে অভিষেক কি পারবেন দলের রাশ ধরে রাখতে? তৃণমূলে লাখ টাকার প্রশ্ন এখন এটাই?

শুভেন্দু চলে গেলে অভিষেক কি পারবেন দলের রাশ ধরে রাখতে? তৃণমূলে লাখ টাকার প্রশ্ন এখন এটাই?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি শুভেন্দু অধিকারী সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইস্তফা দিয়েছেন মন্ত্রী পদ থেকে। যদিও এখনও তিনি দল ছাড়েননি এবং যতদিন না তিনি দল ছাড়ছেন ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলেই মন্তব্য করতে শোনা গিয়েছিল সৌগত রায়কে। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হয়। তবুও এরইমধ্যে তিনি এরপর দল ছাড়বেনই, সেই জল্পনাও প্রবল হয়ে উঠেছে।

আর সেখানে তিনি দল ছাড়লে তাঁর সঙ্গে তৃণমূলের অনেক নেতা মন্ত্রীও যে দল ছাড়বেন, সেকথাও কিছু কষ্ট কল্পনা নয় বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে তাঁকে নিয়ে ইতিমধ্যেই দলকে কার্যত ভাগ হয়ে যেতেও লক্ষ্য করা গেছে। বস্তুত তিনি চলে গেলে দলকে একা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবার জন্য পুরোপুরি তৈরি কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বলেই জানা গেছে।

অন্যদিকে এরই মধ্যে আজ কলকাতায় মালদহের জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেইসঙ্গে ওই বৈঠকে মৌসম নুর, দুলাল সরকার, মোয়াজ্জেম হোসেন, মানব বন্দ্যোপাধ্যায় এবং অম্লান ভাদুড়িরা উপস্থিত থাকবেন বলেও জানান হয়েছে। এদের সঙ্গে গৌর বাবু এবং জেলার দুই প্রাক্তন মন্ত্রী, সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকেও ডাকা হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমন অবস্থায় কলকাতার বৈঠক অত্যন্ত গুরত্বপূর্ণ বলেই মনে করছেন তৃণমূলের জেলা নেতাদের একাংশ। এদের মধ্যেই দুলালবাবু মন্তব্য করেন যে, রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁদের বৈঠক রয়েছে। সেখানেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে, মালদহ জেলা পরিষদের চাঁচল মহাকুমার এক সদস্য জানান, “পঞ্চায়েত নির্বাচনে দাদার জোরেই অনেক সদস্য, কর্মাধ্যক্ষ জয়ী হয়েছেন। এখন সবাই চুপ করে রয়েছেন।”

বস্তুত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মালদহে ফলাফল আশানুরূপ না হওয়ার পরেই তৃণমূলের জেলার পর্যবেক্ষক করা হয় শুভেন্দু অধিকারীকে। এরপর তাঁর নেতৃত্বেই লড়াই করে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার দখল নেয় তৃণমূল। অন্যদিকে, বিধানসভায় সেই একই ফলাফল হলেও ওই জেলায় পঞ্চায়েত ভোটে তৃণমূল সাফল্য পায়।

সেই সঙ্গে জেলায় শুভেন্দুর সঙ্গে অনেকের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। অন্যদিকে, শুধু জেলা পরিষদই নয়, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের একাধিক পদাধিকারীও তাঁর অনুগামী বলেই জানা গেছে। সেখানে তৃণমূলের কিছু নেতার দাবি, শুভেন্দু জেলার পর্যবেক্ষক থাকার সময় প্রতিটি বিধানসভায় জেলার দ্বিতীয় এবং তৃতীয় সারির নেতাদের পর্যবেক্ষক করে বসিয়েছিলেন।

আর সেই পর্যবেক্ষকদের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। তাই তাঁর পদত্যাগের পর ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারী, কাউন্সিলর, বিধানসভার একাংশ পর্যবেক্ষকের উপরে দল নজর রাখছে বলেই জানিয়েছেন তিনি। এমন কি, ভোট কুশলী প্রশান্ত কিশোর টিমের সদস্যেরা সেই কাজে সামিল হয়েছে বলেও জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!