এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুর তৃণমূল ত্যাগের জল্পনার মাঝেই ‘বুড়োখোকাকে’ কড়া আক্রমণ করে জল্পনা আরও বাড়ালেন দিলীপ

শুভেন্দুর তৃণমূল ত্যাগের জল্পনার মাঝেই ‘বুড়োখোকাকে’ কড়া আক্রমণ করে জল্পনা আরও বাড়ালেন দিলীপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল শিবিরের যে দূরত্ব পাহাড়প্রমাণ হয়ে উঠেছে, সে কথা তো এখন আর কারোর কাছে গোপন নেই। শুভেন্দু অধিকারীর দল ছাড়ার সিদ্ধান্ত এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন রকম জল্পনা শোনা যাচ্ছে শুভেন্দুকে নিয়ে। তবে শুভেন্দুকে তৃণমূলে রাখার প্রচেষ্টা গতকাল পর্যন্ত জারি ছিল। কিন্তু হঠাৎ করেই ঘটে ছন্দপতন। সামনে আসে শুভেন্দুর করা একটি হোয়াটসঅ্যাপ মেসেজ। আর তাতেই রাজনৈতিক মহলে ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে, শুভেন্দু দলত্যাগ করছেই। আর এবার শুভেন্দু প্রসঙ্গে একের পর এক কটাক্ষে বিদ্ধ করছে তৃণমূলকে বিজেপি।

সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর হোয়াটসঅ্যাপ বার্তা নিয়ে মুখ খুললেন এবং তৃণমূল আর শুভেন্দু অধিকারীর মাঝে সমঝোতাকারী সৌগত রায়কে সরাসরি আক্রমণ করলেন তিনি। এদিন দিলীপ ঘোষ বলেন, শুভেন্দুকে খুশি করতে বুড়ো খোকারা ময়দানে নেমেছিলেন। আর এক্ষেত্রে বুড়ো খোকা যে সৌগত রায়কে উল্লেখ করে বলা হয়েছে, সে ব্যাপারে নিঃসন্দেহ রাজনৈতিক মহল। এদিন দিলীপ ঘোষ আরও জানান, গতকাল রাতে তাঁর কাছে খবর আসে তৃণমূলের সমস্ত সমস্যা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু পরেরদিন নতুন খবর। আর তাই নিয়েই দিলিপের কটাক্ষ, বুড়োদের কথা আর কেউ শুনছে না।

অন্যদিকে শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তের দিকে নজর রেখেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন প্রাক্তন মন্ত্রী প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন। কৈলাস বিজয়বর্গীয় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ করেন। পাশাপাশি দলের অনেকেই যে অভিষেকের বিরুদ্ধে মুখ খুলতে পারছেননা, সে কথাও বলেন কৈলাস। অন্যদিকে শুভেন্দুর বিষয়ে এদিন কথা বলেছেন মুকুল রায়। তাঁর মতে শুভেন্দু অধিকারী গণ আন্দোলন করে রাজনীতির ওপরে উঠে এসেছে। তাই শুভেন্দুর সিদ্ধান্তই আসল কথা বলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে জানা গিয়েছিল কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিকে, সৌগত রায়ের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘক্ষণের বৈঠক হয়। এরপর দলের তরফ থেকে সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, শুভেন্দু অধিকারী দলের সাথেই রয়েছে। কিন্তু আচমকাই বুধবার দুপুরে শুভেন্দু অধিকারী সৌগত রায়ের কাছে হোয়াটসঅ্যাপ করে ক্ষমা চান এবং জানিয়ে দেন, দলের সাথে থাকা তাঁর পক্ষে আর সম্ভব নয়। তবে কেন শুভেন্দু অধিকারীর এই হোয়াটসঅ্যাপ মেসেজ তা নিয়ে অবশ্য এখনো পর্যন্ত কোনো সঠিক খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু দলের সাধারণ সদস্য পদ এবং বিধায়ক পদে তিনি রয়েছেন। আর সেকারণেই দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন সৌগত রায়। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, সৌগত রায়ের মত বর্ষিয়ান অভিজ্ঞ নেতাকে শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তের সামনে মাথা নোয়াতে হলো যেরকম, ঠিক সেরকমই একুশের বিধানসভা নির্বাচনের আগে এবার তৃণমূল বড়সড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে।

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর তৃণমূলের সাথে দূরত্ব বাড়ার পাশাপাশি গেরুয়া শিবিরে তাঁর যোগদান প্রসঙ্গটিও ক্রমশ মান্যতা পাচ্ছিল। কিন্তু সবকিছুই এখন শুভেন্দু অধিকারীর বিবৃতির উপর নির্ভর করছে। এদিন সৌগত রায়কে যেভাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ‘বুড়ো খোকা’ বলে আক্রমণ করেছেন, এখনো পর্যন্ত তার পরিপ্রেক্ষিতে কোন রকম প্রতিক্রিয়া জানাননি তৃণমূলের বর্ষীয়ান নেতা। খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তিনি যে খুশি নন সে কথা বলাই বাহুল্য।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!