এখন পড়ছেন
হোম > অন্যান্য > সুশান্ত মামলায় জর্জরিত রিয়া চক্রবর্তী এবার নিজেই আত্মহত্যার কথা ভাবছেন? করলেন বিস্ফোরক দাবি

সুশান্ত মামলায় জর্জরিত রিয়া চক্রবর্তী এবার নিজেই আত্মহত্যার কথা ভাবছেন? করলেন বিস্ফোরক দাবি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে বিশ্বাস তৈরি করা যতটা কঠিন, সেটা ভাঙ্গা ততটাই সহজ। তাই একবার কারোর ওপর থেকে বিশ্বাস উঠে গেলে তাকে আবার বিশ্বাস করাটা খুবই কষ্টকর। আর ঠিক এমনটাই অবস্থা হয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার প্রাইম সাসপেক্ট রিয়া চক্রবর্তীকে নিয়ে। যিনি কিনা সুশান্তের প্রেমিকাও ছিলেন।

সম্প্রতি পুলিশ, ইডি, সিবিআই, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো এমনই একাধিক চাপে রয়েছেন রিয়া চক্রবর্তী। তবে এতদিন তিনি চুপ করেই ছিলেন। নিজের এবং পরিবারের ওপর ওঠা সমস্ত অভিযোগের বিরুদ্ধে ধৈর্য্য ধরে সামলানোর চেষ্টা করছিলেন। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজের কথা বলেই ফেললেন শেষমেশ।

তাঁর মতে সুশান্ত নাকি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে কর্ণটকের কুর্গে গিয়ে চাষাবাদ করতে চেয়েছিলেন। প্রতিবছর একটা করে সিনেমা করে সেখানে সাধারণভাবেই জীবনযাপন করতে চেয়েছিলেন। আর রিয়াও নাকি তার ছায়াসঙ্গী হতে চেয়েছিলেন।

তবে এতই যদি ভালোবাসা তবে ছেড়ে এলেন কেন? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুশান্ত নাকি তাঁর সম্পর্কে ইদানিং উদাসীন হয়ে গিয়েছিল। বারবার তাকে বাড়ি যেতে বলতেন। কারণ, রিয়া নাকি নিজেও অসুস্থ ছিলেন, মানসিক সমস্যা হচ্ছিল তাঁরও। ৮ই জুন তাঁর একটা থেরাপি সেশন ছিল। তিনি সুশান্তের বাড়ি থেকেই ওখানে যেতে চাইলেও সুশান্ত নাকি জোর করে আগে চলে যেতে বলেছিলেন তাঁকে।

সুশান্তের নাছোড়বান্দার জন্যই রিয়াকে নাকি বেরিয়ে যেতে হয়। সুশান্তের পরিবারের কেউ তাঁকে পছন্দ করতেন না। তাই তিনি বেরনোর পর ২৪ ঘণ্টার মধ্যে কোনও ফোন আসেনা। সুশান্তের অসুস্থতার সময়ে পাশে থাকলেও নিজে যখন অসুস্থ সে সময় কেন সুশান্ত দূরে সরিয়ে দিল সেই নিয়ে নাকি ভেঙেও পড়েছিলেন তিনি। এরপরই ভাট সাহেবের কাছে পরামর্শ চাইতেই তিনি নাকি বলেন যে, রিয়াকে তার বাবার কথা ভেবে শক্ত থাকতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরো বলেন যে, সুশান্ত নাকি তাঁর স্বপ্নে এসে তাঁকে সত্যিটা সবাইকে বলতে বলেছেন। ওদের মধ্যে কীরকম সম্পর্ক ছিল গোটা দুনিয়াকে সেটা জানাতে। আসলে সুশান্তের প্রতি শ্রদ্ধা থেকেই তিনি নাকি এতদিন কিছু বলেননি। তবে তাঁর নিস্তব্ধতাকে দুর্বলতা ভেবে নেওয়াটা ভুল বলেই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন তিনি।

তবে এখনও পর্যন্ত সব থেকে বিস্ফোরক মন্তব্যটা বোধহয় বাকি ছিল। নিজের কথা প্রসঙ্গে সেই নিয়ে তিনি বলেন তিনিও আত্মহত্যা করতে চেয়েছিলেন। অন্তত, বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে তিনি আর তাঁর পরিবার যাচ্ছে, তাতে সেটাই একমাত্র উপায় বলে মনে এসেছিল তাঁর।

মানুষের ক্রমাগত হুমকি, ঘৃণা, এত কথা, এগুলোই তাঁর মনে আত্মহত্যার ভাবনা এসেছিল। কিছু না হলেও কেউ অন্তত গুলি করে মেরে ফেলে শান্তি পাক, এমনটাও ভেবেছিলেন নাকি তিনি। তবে এত কথায় কি আদৌ সুশান্ত ভক্তদের মন গলবে? নাকি আরো রেগে যাবেন তাঁরা, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!