এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “শুভ কাজে ওদের না যাওয়াই ভালো” সংসদ উদ্বোধন বয়কট নিয়ে বিরোধীদের আক্রমণ শুভেন্দুর!

“শুভ কাজে ওদের না যাওয়াই ভালো” সংসদ উদ্বোধন বয়কট নিয়ে বিরোধীদের আক্রমণ শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রবিবার দেশের নয়া সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রথম থেকেই 19 টি বিরোধী দল এই অনুষ্ঠান বয়কট করবে বলে শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত তারা সেই অনুষ্ঠানে অনুপস্থিত থেকেছে। যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে বিরোধীরা এই অনুষ্ঠানকে বয়কট করলেও, তাতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। আর সেই বিষয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে “শুভ অনুষ্ঠানে ওরা যত না যায় ততই ভালো” বলে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “পাপী মন্থরারা না গিয়েছে তাতে ভালোই হয়েছে। শুভ অনুষ্ঠানে ওরা যত না যায়, ততই ভালো। যাদের মাথায় পিসির হাত, তারাই খাচ্ছে জেলের ভাত।” বিশেষজ্ঞদের মতে, প্রথম থেকেই এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট নিয়ে বিরোধীরা সুর চরাতে শুরু করেছিল। শেষ পর্যন্ত তারা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়নি। তবে তাতে যে এই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান থেমে থাকবে না, তা বুঝিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। শেষ পর্যন্ত নয়া সংসদ ভবনের উদ্বোধন করে নয়া মাত্রা স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। ফলে বিরোধীদের অনুপস্থিতি নিয়ে মাথা না ঘামিয়ে “শুভ অনুষ্ঠানে ওরা যত না যায় ততই ভালো” বলে পাল্টা বিরোধীদের অস্বস্তি বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!