এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভেন্দুকে একচুল জমি ছাড়তে রাজি নন মৌসম, নিলেন নতুন পদক্ষেপ

শুভেন্দুকে একচুল জমি ছাড়তে রাজি নন মৌসম, নিলেন নতুন পদক্ষেপ


 রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগদানের সম্ভবনার সমস্ত জল্পনাকে  বুড়ো আঙুল দেখিয়ে আগেই তিনি জানিয়েছিলেন ”আমি কংগ্রেসেই আছি কংগ্রেসেই থাকব”। এখন নিজের বলা সেই কথা প্রমাণ করতেই তৎপর হয়ে উঠলেন কংগ্রেস দলের মালদহের সাংসদ মৌসম বেনজির নূর। কংগ্রেস দলীয় সূত্রে জানা  যাচ্ছে দলের কর্মী সমর্থকদের মধ্যে সংযোগ বজায় রাখতে এবং দলের প্রতি তাদের আত্মবিশ্বাস টিকিয়ে রাখতে। সমস্ত কানাঘুষো খবরের সূত্রপাত হয় গত সপ্তাহে রাজ্যের মন্ত্রী তথা দলের মালদহ জেলার নির্বাচনী পরিদর্শক শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন, মুর্শিদাবাদের মতো মালদহেও কংগ্রেসের ঘর ভাঙতে চলেছে। এই জেলার কংগ্রেসের অনেক রাঘববোয়াল তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত এক্ষেত্রে রাজ্যের মন্ত্রী কোনো কংগ্রেস নেতা বা কর্মীর নাম ঘোষণা করেননি। মন্ত্রী মশায়ের এই বক্তব্যের পরেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয় কংগ্রেসের মালদহের নেতাদের মধ্যে কে বা কারা তৃণমূল কংগ্রেসে যোগদানে আগ্রহ প্রকাশ করছেন। উঠে আসে  দুই কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি ও মৌসম বেনজির নূরের তৃণমূল কংগ্রেসের যোগদানের সম্ভবনার কথা। আর সংবাদমাধ্যম এই ঘটনায় অনুঘটকের ভূমিকা পালন করে। জেলায় অল্প দিনে ঘটে থাকা সমস্ত রাজনৈতিক ঘটনা প্রসঙ্গে জেলার কংগ্রেস সাংসদ কে প্রশ্ন করা হলে , মৌসম বেনজির নূর বললেন, ” এখানে কে এসে কী বলল তানিয়ে আমি ভাবি না। প্রত্যেকটা নির্বাচনের পরই আমরা ব্লকস্তরে বৈঠক করি। এবারও পঞ্চায়েত নির্বাচনের পর আমরা ব্লকে ব্লকে বৈঠক করছি।” শুধু তাই নয় তিনি আরোও বললেন , “আমি সারাবছর মালদহের মানুষের সঙ্গে থাকি। এখানকার কংগ্রেস কর্মীদের সঙ্গে থাকি। তাই আলাদা করে আমার নিজেকে ওদের কাছে প্রমাণ করার কিছু নেই।” কংগ্রেস সাংসদে এই কথা ঘোষণার ফলে স্বভাবিকভাবেই সমস্ত জল্পনার এক লহমায় অবসান ঘটলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!