এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অস্বস্তি এড়াতে লড়াইটা লড়তে চান খোদ মমতা, শুরু করছেন একেবারে শুভেন্দু-গড় থেকেই

শুভেন্দু অস্বস্তি এড়াতে লড়াইটা লড়তে চান খোদ মমতা, শুরু করছেন একেবারে শুভেন্দু-গড় থেকেই


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আর তারপরেই আশঙ্কা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে পারেন। আর এই পরিস্থিতিতে রাজ্যের দাপুটে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর আচার-আচরণ নিয়ে যখন জল্পনা বাড়ছে, ঠিক তখনই সেই শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করতে এবার ময়দানে নামতে চলেছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, আগামী 5 ডিসেম্বর সমস্ত জেলা সভাপতিদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ডিসেম্বর মাস তিনি যে সমস্ত জেলা সফর করবেন, তার মধ্যে প্রথমেই রয়েছে মেদিনীপুর। অর্থাৎ মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানকার সংগঠনকে শক্তিশালী করে কার্যত শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানাবেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন একাংশ।

আর এখানেই বিশ্লেষকেরা বলছেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সুসম্পর্ক হবে, এমনটা আর ধরে নেওয়া যাবে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ময়দানে নেমে যাওয়ায় একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে, শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল আর চিন্তা করতে চাইছে না। বরঞ্চ সেই শুভেন্দু অধিকারীর যে সমস্ত জেলায় দাপট রয়েছে, সেখানে সংগঠনকে শক্তিশালী করতে এবার তার সঙ্গে লড়াই করার জন্য সম্মুখ সমরে নেমে গেলেন স্বয়ং তৃণমূল নেত্রী বলে দাবি বিশ্লেষকদের।

সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তাই এই পরিস্থিতিতে একের পর এক বিধায়ক বর্তমানে দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। আর তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের আশঙ্কাকে বাড়িয়ে শুভেন্দু অধিকারী দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর পাশাপাশি সম্প্রতি মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। যার ফলে তৃণমূলের ছোট, বড়, মেজো সমস্ত স্তরের নেতাদের নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।

যদি শুভেন্দু অধিকারী দলত্যাগ করেন, তাহলে তৃণমূল ভাঙতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। তবে এই পরিস্থিতিতে দল পুনরুদ্ধার করতে এবং শুভেন্দু অধিকারী যদি দলত্যাগ করেন, তাহলে যাতে কোনো প্রভাব না পড়ে, তার জন্য ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাংশ বলেন, অতীতে মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার পর গোটা বিষয়টিকে হালকাভাবে নিয়েছিল দল। তার ফলে তৈরি হয়েছিল সমস্যা। একের পর এক বিধায়ক থেকে শুরু করে সাংসদ সেই মুকুল রায়ের হাত ধরে চলে গিয়েছিল ভারতীয় জনতা পার্টিতে।

কিন্তু অতীতের সেই ভুল এবার মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। তাই শুভেন্দু অধিকারী যদি দলত্যাগ করেন, তাহলে গোটা ব্যাপারটিকে যাতে মোকাবিলা করা যায়, তার জন্য এখন থেকেই ময়দানে নেমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন তিনি। আর তাই ডিসেম্বর মাস থেকে জেলা সফর শুরু করে মেদিনীপুর অর্থাৎ শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি থেকেই নিজের রাজনৈতিক প্রচারের সূচনা করবেন তৃণমূল নেত্রী। জানা গেছে, শুক্রবার দলের প্রথম সারির নেতাদের নিয়ে একটি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, এখন থেকে আরও বেশি করে দলে সময় দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি কিছুদিন আগেই বাকুড়ায় দলীয় সভা থেকে তিনি জানিয়ে দিয়েছেন, তিনি এখন দলে বাড়তি ভাবে নজর দেবেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর দলত্যাগের জল্পনা বৃদ্ধি হতে না হতেই মমতা বন্দ্যোপাধ্যায় যে গোটা বিষয়টি নিয়ে চিন্তিত, তা তার দলে আরও বেশি করে সক্রিয় হওয়াতেই কার্যত স্পষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আর এখানেই তৃনমূলের কর্মী-সমর্থকরা বলছেন, তৃণমূলে শেষ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি যদি একবার ময়দানে নামেন, তাহলে শুভেন্দু অধিকারী কোনো ফ্যাক্টর হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেন বলেই সকলে নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে। তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পারেন পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর দলত্যাগ নিয়ে জল্পনার মুহূর্তে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নজরদারি এবং জেলা সফর তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কিছুটা হলেও উজ্জীবিত ভাবের সঞ্চার করেছে।

পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার যে, শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর চেষ্টা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে তার শক্ত ঘাঁটি মেদিনীপুর থেকে নিজের জেলা সফর শুরু করে কার্যত সেই শুভেন্দু অধিকারীকেই চ্যালেঞ্জ জানানোর পদ্ধতি বেছে নিলেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!