এখন পড়ছেন
হোম > অন্যান্য > আগামী ৩রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু বাংলায়? ভাইরাল বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল গোটা রাজ্যে

আগামী ৩রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু বাংলায়? ভাইরাল বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল গোটা রাজ্যে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে চলতি বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিক থেকে শুরু করে যাবতীয় ফাইনাল বর্ষের ছাত্র ছাত্রীরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বা যাবে এবং তাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এবং সেই সঙ্গে সামনের বছরের ছাত্রছাত্রীরাও এর ফল ভোগ করবে বলেই জানিয়েছিলেন তাঁরা। কারণ তাদের মতে এমন পরিস্থিতিতে যেখানে প্রত্যেককে অনলাইন পঠন-পাঠনের সঙ্গে সহজাত হয়ে উঠতে হয়েছে, সেখানে অনলাইন পড়াশোনা কতটা কার্যকরী হবে সেই নিয়ে প্রশ্ন উঠতে দেখা গিয়েছিল।

বস্তুত, স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা যেভাবে পড়াশোনা করে অভ্যস্ত, এমন একটি মহামারীর সময় মানসিক পরিস্থিতি স্বাভাবিক রাখাই যেখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে নতুন কায়দায় মানিয়ে নেওয়াটা প্রত্যেকের কাছেই একটা বড় ব্যাপার বলেই মনে করেছিলেন তাঁরা।।বস্তুত, সেইসঙ্গে আনলক পর্বে কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কুল খোলার অনুমতি দিলেও অনেক রাজ্যই সেই ঝুঁকি নেয়নি বলেই জানা গেছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এই বছরের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। তবে এরই মধ্যে করোনা পরিস্থিতিতে দশম ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার ভবিষ্যত্‍ কী হবে সেই নিয়ে চিন্তা ছিল অনেক অভিভাবকদের। সেখানেই এর মধ্যে ৩রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে জানা গিয়েছিল।

তবে স্কুল শিক্ষাদপ্তর সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে, ওই তথ্য সম্পূর্ণ ভুয়ো। সেইসঙ্গে পুলিশের সাইবার শাখা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছর দুই পরীক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর যাতে অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমানো হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ বিধানসভা ভোট হতে পারে বলেই ধরে নেওয়া হচ্ছে। সেখানে স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ভোট পর্ব শেষ হলে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তাই জুন মাসকেই লক্ষ্য করে পর্ষদ এবং সংসদ পরীক্ষার পরিকল্পনা করছে বলেও মনে করা হচ্ছে। যদিও সরকারিভাবে এই বিষয়টিকে নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, পর্ষদ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে মাধ্যমিকে গণিতের ত্রিকোণমিতি অংশ, ভৌত বিজ্ঞানে জৈব রসায়ন, ধাতুবিদ্যা এবং অজৈব রসায়নের কিছু অংশ, জীবন বিজ্ঞানে অভিব্যক্তি ও অভিযোজন এবং পরিবেশ অধ্যায় সম্পূর্ণ বাদ যাবে। এছাড়া ইতিহাসের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায়, ভূগোলে প্রাকৃতিক ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ যাবে। এছাড়া ইংরেজিতেও কিছু অংশ বাদ গিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, উচ্চমাধ্যমিকে বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, ফ্রেঞ্চ থেকে পার্সি, সব বিষয়ের সিলেবাস কমানো হয়েছে। এছাড়া রসায়ন, ইংরেজি, রাষ্ট্র বিজ্ঞান, পদার্থবিদ্যা থেকে সিলেবাস বাদ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে, সিলেবাস কমিয়ে দেওয়া হলে এক্ষেত্রে শিক্ষক সংগঠনগুলির কথা অনুযায়ী, সিলেবাস কমানোর ফলে ছাত্রছাত্রীরা অজানা অংশ শেখার সুযোগ পাবে না।

ফলে পড়ুয়াদের ক্ষতি বেশি হবে। অন্যদিকে, প্রশ্নের ব্লু প্রিন্ট প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের উৎকণ্ঠা বাড়তেই থাকবে বলেও মন্তব্য করতে দেখা গেছে তাঁদের। সেইসঙ্গে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে তারা পিছিয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!