এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার মমতার ঘুম উড়িয়ে ‘বিদ্রোহের’ ইঙ্গিত হাওড়ার হেভিওয়েট প্রবীণ বিধায়কের, ভোটের আগে জল্পনা!

এবার মমতার ঘুম উড়িয়ে ‘বিদ্রোহের’ ইঙ্গিত হাওড়ার হেভিওয়েট প্রবীণ বিধায়কের, ভোটের আগে জল্পনা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অন্তর্দ্বন্দ্বতে জেরবার শাসকদল তৃণমূল। দলের একের পর এক বিধায়ক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, বিদ্রোহ ঘোষণা করে চলেছেন। ইতিমধ্যে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী, সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে চলে গেলেন বিজেপিতে। এবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি।

এদিকে মন্ত্রিত্ব থেকে অব্যহতি নিয়ে দলের অস্বস্তি শতগুণে বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে তিনি কি করতে চলেছেন? তা নিয়ে সংশয় বাড়ছে শাসকদলের। তিনি যদি দল ছেড়ে চলে যান, তবে তাঁর অনুগামীরাও যে অনেকে দল ত্যাগ করতে পারেন, তার আশঙ্কা আছে শাসকদলের। এই অবস্থায় শাসক দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি।

গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় তৃণমূলের তরফ থেকে তলব করে আনা হয় ভোটকুশলী পিকেকে। তবে তৃণমূল দলে পিকের বাড়বাড়ন্ত অনেকেই মেনে নিতে পারেননি। যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন শীলভদ্র দত্ত সহ একাধিক ব্যক্তিত্ব। সম্প্রতি, পিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি। গতকাল শনিবার তিনি জানালেন, ” পিকের মতো ভাড়াটে দিয়ে সফলতা পাওয়া যায় না।” বিধায়ক তাঁর এই বক্তব্যে আরও বিপদ বাড়িয়ে দিলেন শাসক দল তৃণমূলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে গত শুক্রবার জোড়া ধাক্কা খেয়েছে শাসকদল তৃণমূল। একদিকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ, অন্যদিকে সেদিনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহার দক্ষিনের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। দলের মধ্যে ক্রমশ তীব্র হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে পিকের বিরুদ্ধে কথা বলে দলের অস্বস্তি বহুগুণে বাড়িয়ে দিলেন বর্ষিয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি।

তৃণমূলে ক্রমেই বাড়ছে দল ছাড়ার আশঙ্কা। এদিকে তৃণমূল দলের বহু বিধায়ক ও সাংসদ বিজেপির দিকে পা বাড়িয়েছেন বলে বারবার দাবি করছে বিজেপি। এদিকে, আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে গতকাল শনিবার তৃণমূল নেতাদের নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদা জেলার তৃণমূল কোর কমিটির ৮ জন নেতা-নেত্রীকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বেশ কিছু নেতা-নেত্রী বৈঠকে উপস্থিত থাকেন নি। যা নিয়ে শুরু হলো প্রশ্ন ও বিতর্ক। সবকিছু নিয়েই তাই অস্বস্তি বাড়ছে মুখ্যমন্ত্রী তথা শাসকদল তৃণমূলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!