এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুর পরিবর্তনের লড়াইটা কি একেবারে কালীঘাট থেকেই শুরু হবে? নতুন পদক্ষেপে তীব্র জল্পনা

শুভেন্দুর পরিবর্তনের লড়াইটা কি একেবারে কালীঘাট থেকেই শুরু হবে? নতুন পদক্ষেপে তীব্র জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার কি ক্রমাগত ক্ষমতার ভরকেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী? তার সঙ্গে দলের দূরত্ব বৃদ্ধি হওয়ার পর বিভিন্ন জায়গায় তার অনুগামীরা তার ছবি দিয়ে নানা পোস্টার লাগাতে শুরু করেছিল। যা নিয়ে জল্পনা অনেকদিন ধরেই তৈরি হয়েছে। কিছুদিন আগেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর দলের সঙ্গে আরও দূরত্ব বাড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতা।

আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক তথা বাসভবন কালীঘাটের বাড়ির অত্যন্ত কাছে সেই শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রাজ্য রাজনীতিতে। একাংশের প্রশ্ন, তাহলে কি বড় কোনো সিদ্ধান্ত ঘোষণার আগে শুভেন্দু অধিকারীর অনুগামীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছে তার নাম দিয়ে ছবি পোস্টার আকারে টাঙিয়ে তৃণমূল নেতৃত্বকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন!

জানা গেছে, এদিন দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে শুরু করে বাসন্তী দেবী কলেজ, রাসবিহারী মোড় থেকে শুরু করে গড়িয়াহাট বিভিন্ন জায়গায় দাদার অনুগামীদের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছে। যেখানে লেখা রয়েছে, “মানুষের কাজ করতে পদ লাগে না। আমরা দাদার অনুগামী।” স্বাভাবিকভাবেই দক্ষিণ কলকাতার মত জায়গায় শুভেন্দু অধিকারীর এই পোস্টার পড়তে শুরু করল, সেখানে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি শুভেন্দু অধিকারী সংঘাতে নেমে গেলেন বলেই দাবি করছেন সমালোচক মহলের একাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন দলের দূরত্ব বাড়তে শুরু করে, তখন তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে সৌগত রায় তার মান ভাঙানোর জন্য ময়দানে নামেন। গত মঙ্গলবার সেই শুভেন্দু অধিকারী সঙ্গে বৈঠকে বসতে দেখা যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। যার পর আশা করা হয়েছিল, হয়ত বা এবার বরফ গলতে শুরু করবে। কিন্তু কিছু সময় পেরোতে না পেরোতেই সেই সৌগত রায়কে মেসেজ করে তাদের সঙ্গে ভবিষ্যতে আর কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। যার পরে পুরো পরিস্থিতি ঘোরালো হতে শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এই অবস্থায় শুভেন্দু অধিকারী হয়ত বা স্থির করে নিয়েছেন তিনি এবার নিজের মত করে সিদ্ধান্ত নেবেন। আর তার এই সৌগত রায়কে করা মেসেজের পরিপ্রেক্ষিতে একাংশ প্রায় নিশ্চিত যে, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকার মত আর সিদ্ধান্ত নেবেন না। আর এই পরিস্থিতিতে এবার রাখঢাক না করে সেই শুভেন্দু অধিকারীর অনুগামীরা “দাদার অনুগামী” বলে তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে শুরু করল। যার ফলে বিশেষজ্ঞরা বলছেন, এবার তৃণমূলের ভরকেন্দ্রে হানা দিতে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক।

আর দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় যখন শুভেন্দু অধিকারীর পোস্টার পড়তে শুরু করেছে, তখন একাংশ বলছেন, এবার খেলা প্রায় শেষ হয়ে এল। তৃণমূল নেতৃত্বের সঙ্গে যদি শুভেন্দু অধিকারীর বনিবনা হয়ে যেত, তাহলে তার অনুগামীরা নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে এই পোস্টার লাগাতো না।

বরঞ্চ আলোচনা ফলপ্রসূ হয়নি বলেই এবার তৃণমূল নেত্রীর শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতাতেও পড়ে গেল নন্দীগ্রামের বিধায়কের প্রতি সমর্থন জানিয়ে পোস্টার। যার ফলে অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছে শাসক শিবিরের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!