এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু

ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা কর্মীরা অনুষ্ঠান সভা করে। পিছিয়ে ছিল না নন্দীগ্রাম ও। পদযাত্রা ও সভার পাশাপাশি নানান জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই সভা থেকেই বিজেপিকে চ্যালেঞ্জ উড়লেন শুভেন্দুবাবু। এদিন তিনি বলেন যে ,আগামী পঞ্চায়েতে নন্দীগ্রামের একটি বুথ যদি বিজেপি জিততে পারে তবে তিনি আর নন্দীগ্রামে ঢুকবেন না। তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাই যে বুথে সমস্যা আছে বলে তাঁর কর্মীরা তাঁকে জানাবেন সেই বুথেই তিনি প্রচারে যাবেন।তিনি আরো বলেন যে বিজেপি যেন মনে রাখে ধর্মের নামে রাজনৈতিক সুড়সুড়ি দিয়ে নন্দীগ্রামে কোনও লাভ হবে না।এরপর থানা মোড়ের সভা ফের বলেন যে তাঁকে সিপিএম ও মাওবাদী আটকাতে পারেনি।এমনকি মুর্শিদাবাদে অধীর চৌধুরীও কিছু করতে পারেনি তাঁর। যদিও এখন অধীরবাবু মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় থাকেন। তাই নন্দীগ্রামে ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করলে ফল ভালো হবে না আর সেটা তিনি সহ্য করবেন না।বলেও জানিয়ে দেন। পাশাপাশি বলেন শুভেন্দু অধিকারীর কোনও ধর্ম নেই। আমার একটাই ধর্ম মানব ধর্ম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!