এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল রায়ের গলায় হঠাৎ শুভেন্দু অধিকারীর স্তুতি, বাড়ালেন জল্পনা

মুকুল রায়ের গলায় হঠাৎ শুভেন্দু অধিকারীর স্তুতি, বাড়ালেন জল্পনা


পূর্বে তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্ত্বপূর্ণ নাম ছিল মুকুল রায় আর বর্তমানে তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্ত্বপূর্ণ নাম হলো শুভেন্দু অধিকারী। আর এর দুই নামই এখন রাজ্য রাজনীতিতে বড় চর্চার বিষয়। একজন আন্নদলে যোগ দিয়েছে আর একজনকে নিয়েই চলছে টানাপোড়েন। জল্পনা অনেক আগে থেকেই চলছিল আবার নতুন করে জল্পনা শুরু হলো এদিন মুকুল রায়ের মুখে শুভেন্দু স্তুতি নিয়ে।মুকুলবাবু এদিন বলেন যে , শুভেন্দুকে উপ মুখ্যমন্ত্রী করা উচিত। মুকুলবাবু এদিন দিল্লিতে বলেন, ”শুভেন্দু পরিবহণমন্ত্রী হিসাবে অত্যন্ত ভাল কাজ করছেন। রাজ্যে যত মন্ত্রী আছেন, তাঁদের মধ্যে সবচেয়ে কার্যকর শুভেন্দু। আমাদের সকলেরই বয়স হচ্ছে। প্রত্যেকেরই উচিত নিজেদের উত্তরসূরি তৈরির চেষ্টা করা। আমার মনে হয়েছে, শুভেন্দুকে উপমুখ্যমন্ত্রী করে আস্তে আস্তে তাঁকে দায়িত্ব দিয়ে আগামী দিনে বাংলার কাণ্ডারী হিসাবে গড়ে তোলা উচিত।” এই নিয়ে শুভেন্দুবাবু বলেন,”অন্য দলের কোনও নেতা আমাদের দলের বিষয়ে কী বললেন, তাকে আমরা কোনও গুরুত্ব দিচ্ছি না। এমনকী, এটা প্রশংসা না ব্যঙ্গ, তা নিয়েও আমরা ভাবিত নই।” তৃণমূল কিন্তু মুকুলবাবুর শুভেন্দুবাবুর সম্পর্কে এই প্রসংসা নিয়েও কিন্তু ষড়যন্ত্র দেখছে ।তাদের দাবি মুকুলবাবু শুভেন্দুবাবুকেও নিজের দলে টানতে চাইছেন কিন্তু এত সহজ নয় কেননা শুভেন্দুবাবু তাদের দলের বিস্বস্ত সৈনিক মুকুলবাবুর মতো বিশ্বাসঘাতক নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!