এখন পড়ছেন
হোম > জাতীয় > স্বাধীনতা দিবস থেকেই খুলে যাচ্ছে লোকাল ট্রেন, ফের করোনা সংক্রমনের আশঙ্কা!

স্বাধীনতা দিবস থেকেই খুলে যাচ্ছে লোকাল ট্রেন, ফের করোনা সংক্রমনের আশঙ্কা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে ভারতবর্ষকে। তবে তার মাঝেই আবার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কার আবহ তৈরি হয়েছে। যাকে সামাল দিতে রীতিমতো প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতির মাথাচাড়া দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তবে ধীরে ধীরে বিধিনিষেধ তুলে দিতে শুরু করেছে সরকার।

যার ফলে তৃতীয় ঢেউ খুব সহজেই চলে আসতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে আশঙ্কাকে বাড়িয়ে দিয়ে আগামী 15 আগস্ট থেকে মহারাষ্ট্রের লোকাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার ফলে এই রাজ্যে করোনা ভাইরাস আবার ভয়াবহভাবে বৃদ্ধি পেতে পারে বলে দাবি করছেন একাংশ। যার জেরে চিন্তা বাড়তে শুরু করেছে বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে লোকাল ট্রেন পরিষেবা চালু করলে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সেই কারণে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। তবে এই ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। যেখানে আগামী স্বাধীনতা দিবসের দিন থেকেই মুম্বাইতে লোকাল ট্রেন পরিষেবা চালু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর এর ফলেই অনেকে আশঙ্কা করছেন, এমনিতেই মহারাষ্ট্রে করোনা ভাইরাস ঊর্ধ্বমুখী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগে তা ভয়াবহ আকার ধারণ করেছিল। আর এই পরিস্থিতিতে যদি এই লোকাল ট্রেন পরিষেবা চালু করে দেওয়া হয়, তাহলে তৃতীয় ঢেউয়ের আগে সেখানে আবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। যার ফলে হু হু করে গোটা দেশে সেই সংক্রমণের সংখ্যা বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বা লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে দুটি ডোজ সম্পন্ন করার 14 দিন পরেই সাধারণ মানুষ এই ট্রেনে উঠতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে রীতিমতো বিপর্যস্ত গোটা দেশ। তৃতীয় ঢেউ আসার আগেই যাতে সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করার ব্যবস্থা থাকে, তার জন্য জোর কদমে চেষ্টা করছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্র খুলে দেওয়া হলেও সম্পূর্ণরূপে বিধি-নিষেধ এখনও পর্যন্ত তুলে দেওয়া হয়নি। আর এই পরিস্থিতিতে লোকাল ট্রেন পরিষেবা মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে চালু করার সিদ্ধান্ত সামনে আসতেই নানা মহলে আশঙ্কার মেঘ দানা বাঁধতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!