এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের বেতন বৈষম্যের অভিযোগে উত্তাল পুরুলিয়া

প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের বেতন বৈষম্যের অভিযোগে উত্তাল পুরুলিয়া


আজ প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের বেতন বৈষম্যের অভিযোগে উত্তাল পুরুলিয়া ডিআই চত্ত্বর। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স এসোসিয়েশনের তরফ থেকে আজ পুরুলিয়া জুবিলী ময়দান থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মিছিলটি ট্যাক্সি স্ট্যান্ড, পোস্ট অফিস মোড়, বড় মসজিদ, জেলা স্কুল মোড় হয়ে স্কুল পরিদর্শকের অফিসে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা এরপর স্কুল পরিদর্শকের অফিসের সামনে ধারণায় বসেন ও পরে একটি স্মারকলিপি জমা দেন।

উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স এসোসিয়েশনের পক্ষে সংগঠনের সভাপতি জয়দীপ্ত চট্টরাজ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, যখন চাকরিতে নেওয়া হচ্ছে তখন উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা দেখে নেওয়া হচ্ছে, কিন্তু বেতন দেওয়ার সময় মাধ্যমিক পাশের বেতন দেওয়া হচ্ছে। তাছাড়াও সর্বভারতীয় যে বেতন কাঠামো তাও মানা হচ্ছে না, ফলে প্রচন্ড অসুবিধায় আছেন প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকারা। অবিলম্বে এই বেতন বৈষম্য দূর করে সর্বভারতীয় স্তরে যে বেতন কাঠামো আঁকছে চালু করার দাবিতে আজ এই এই প্রায়তিবাদ কর্মসূচি নেওয়া হয়েছিল।

https://www.youtube.com/watch?v=ToAvQSgVnR4

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!