এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে সত্য বললে কি হয় ‘ফাঁস’ করে দিলেন অর্জুন সিংহ! হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে বাড়ছে জল্পনা

তৃণমূলে সত্য বললে কি হয় ‘ফাঁস’ করে দিলেন অর্জুন সিংহ! হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে বাড়ছে জল্পনা


ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে গোটা বাংলা বিধ্বস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে কেটে গেছে ৬ টা দিন কিন্তু তিলোত্তমার অনেক অংশই এখনো অন্ধকারে মোরা। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা ঝড় উঠেছে। এরইমধ্যে রাজ্যের শাসকদলের মন্ত্রী তথা তৃণমূলের বর্ষিয়ান নেতা সাধন পান্ডে রাজ্যের এই অব্যবস্থার বিষয় নিয়ে মুখ খুলেছেন বলে জানা গেছে।

সূত্রের খবর এদিন মানিক তলার তৃণমূল বিধায়ক সাধন পান্ডে আমফানের পরবর্তী পরিস্থিতিতে কলকাতা পুরসভার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন তিনি পুরসভার প্রশাসক তথা পুরো মন্ত্রী কে উদ্দেশ্য করে বলেছেন ফিরহাদ হাকিম এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে বিধায়কদের সাথে বৈঠক করলে রাজ্যের পরিস্থিতি এতটা খারাপ হত না এমনটাই সূত্রের খবর।

এমনকি এদিন তিনি সরাসরি ফিরহাদ হাকিম এর উদ্দেশ্যে জানিয়েছেন,“এখনকার প্রশাসক তো শোভনবাবুর সঙ্গে আলোচনা করতে পারতেন! পরামর্শ নিতে পারতেন!” শাসকদলের বিরুদ্ধে বিধায়কের এমন মন্তব্যে বিরোধী দলগুলোর মধ্যে সাধন পান্ডে বর্তমানে সমালোচনার পাত্র হয়ে উঠেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সাধন পান্ডের কথাটি রীতিমতো উড়িয়ে দিয়ে জানিয়েছেন,“সাধন দা বেচারা অসুস্থ। ওর কথার অত গুরুত্ব দিচ্ছি না।” যদিও মানিক তলার বিধায়কের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন করাতে ফিরহাদ হাকিম মোটেই ছেড়ে কথা বলেননি। এদিন তিনি সাধন পান্ডের ব্যর্থতার প্রসঙ্গ তুলে এনে বিধায়কের বিরুদ্ধে মন্তব্য করেন,“আমি বাড়িতে বসে বড় বড় কথা বলছি না। রাস্তায় নেমে কাজটা করছি। উনি রাস্তায় নামুন না!”

এই সমগ্র ব্যাপারটি বিরোধী দলের জন্য বর্তমানে বেশ মুখরোচক হয়ে উঠেছে বলে জানা গেছে। প্রসঙ্গত বিজেপি সাংসদ অর্জুন সিং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এর মন্তব্যের পর শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন,“তৃণমূলে যে সত্য বলবে তাঁকে বয়স্ক ও অসুস্থ ঘোষণা করা হবে।”

জানা গেছে এদিন অর্জুন সিং রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক সুরে মন্তব্য করেছেন,“অমিত মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সীর মত সক্ষম ও বর্ষীয়ান নেতারা সাবধান থাকুন। তৃণমূল কংগ্রেসের সাংবিধানিক এলার্ট -যে সত্য বলবে, তাঁকে বয়স্ক ও অসুস্থ ঘোষণা করা হবে।” সূত্রের খবর অর্জুন সিং রাজ্যের শাসক দলের বর্ষীয়ান নেতাদের সাবধান বাণী দিয়ে জানিয়েছেন সত্য কথা বললে তাদেরও যেকোনো রকম পরিণতি হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!