এখন পড়ছেন
হোম > রাজ্য > আজ তৃণমূলের হাত থেকে বিজেপির হাতে আসছে এই জেলা পরিষদ, বড় ধাক্কা মমতার

আজ তৃণমূলের হাত থেকে বিজেপির হাতে আসছে এই জেলা পরিষদ, বড় ধাক্কা মমতার


লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের তৃণমূলের ভরাডুবি এবং বিজেপির উত্থানের পর একের পর এক পৌরসভার কাউন্সিলর এবং বিধানসভার বিধায়করা বিজেপিতে যোগদান করতে শুরু করেন। যার জেরে রাজ্যের অনেক বিধানসভা এবং অনেক পৌরসভাতেই গেরুয়া রং লেগে যায়।

কিন্তু এবার শাসকদলের অস্বস্তিকে প্রবলভাবে বাড়িয়ে দিয়ে তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদকে নিজেদের দখলে নিতে তৎপর গেরুয়া শিবির। সূত্রের খবর, 18 আসন বিশিষ্ট দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মধ্যে সবকটিই তৃণমূলের দখলে। আর এই 18 জনের মধ্যে 14 জন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্রের সাথে বর্তমানে দিল্লী উড়ে গিয়েছেন।

জানা গেছে  আজই দিল্লিতে বিপ্লব মিত্র এবং তার অনুগামীরা বিজেপিতে যোগ দেবেন। যেখানে তার সাথে রয়েছেন গঙ্গারামপুর ও বুনিয়াদপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের একাধিক সদস্য। জানা গেছে যে তিনি কৈলাশ বিজয়বর্গীও ও মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন।

কিন্তু তৃণমূল প্রার্থীর পরাজয়ের বিপ্লববাবুর প্রতি অসন্তোষ প্রকাশ করে তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয় অর্পিতা ঘোষকে। আর তারপর থেকেই কার্যত অজ্ঞাতবাসে চলে যেতে দেখা যায় বিপ্লব মিত্রকে। এমনকি ধীরে ধীরে দলে সেইভাবে কোনও পাত্তা না পেয়ে দলবদলের চিন্তা ভাবনাও করতে থাকেন বিপ্লব মিত্র এবং তার অনুগামীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি জেলা পরিষদের বেশকিছু সদস্যদের নিয়ে গোপনে বিপ্লব মিত্র বৈঠক করেন বলেও জানা গেছে। আর এরপর থেকেই অনেকেই বলতে থাকেন, এবার হয়ত জেলা পরিষদের সমস্ত সদস্যদের নিয়ে বিজেপিতে যোগ দেবেন দক্ষিণ দিনাজপুর জেলার সাংগঠনিক রূপকার বিপ্লব মিত্র।

সূত্রের খবর, শুক্রবারই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ তৃণমূলের প্রায় 14 জন সদস্য বিজেপিতে যোগদানের জন্য দিল্লি চলে গিয়েছিলেন জানা যাচ্ছে যে আজকেই প্রত্যেকটি সদস্যই গেরুয়া শিবিরে নাম লেখাবেন ফলে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদও যে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত প্রায় প্রত্যেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!