এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের সঙ্গে রাজ্যে কংগ্রেসের জোট নিয়ে বড়সড় মন্তব্য সোমেন মিত্রর

তৃণমূলের সঙ্গে রাজ্যে কংগ্রেসের জোট নিয়ে বড়সড় মন্তব্য সোমেন মিত্রর


লোকসভা নির্বাচনে এবার তৃণমূলের সঙ্গে জোট নিয়ে নিজের অবস্থান নিশ্চিত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। ভোটে তৃণমূলের সঙ্গে কোনো জোট হবে না,এমনটাই সাফ জানিয়ে দিলেন তিনি। তবে এটাই প্রথম বার নয়,এর আগেও নিজের তৃণমূল বিদ্বেষী মনোভাব প্রকাশ্যে এনেছেন তিনি। বহুবার বিভিন্ন জনসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। বহুবার বুঝিয়েছেন লোকসভা ভোটে প্রদেশ কংগ্রেস একা লড়লেও তৃণমূলের হাত ধরবে না কখনোই।

তবে এবার পাকাপাকিভাবে জানিয়ে দিলেন,কোনোমতেই লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে আসনরফা করতে রাজি নন তিনি। এটাও জানালেন,তৃণমূলের সঙ্গে জোটের ব্যাপারে রাহুল গান্ধী যেটা করেছেন সেটা সম্পূর্ণই জাতীয় পরিপ্রেক্ষিতে। পশ্চিমবঙ্গের কংগ্রেসীদের যেভাবে তৃণমূলের অত্যাচার সহ্য করতে হচ্ছে তাতে জোড়াফুলশিবিরের সঙ্গে জোট বাধার কোনো প্রশ্নই ওঠে না। এদিনের সাংবাদিক বৈঠকে এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন সোমেন বাবু।

প্রসঙ্গত,রাত পোহালেই ১৯ জানুয়ারির সেই কাঙ্খিত দিন। তার ঠিক ২৪ ঘন্টা আগেই ব্রিগেড সমাবেশের সমর্থন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। চিঠিতে রাহুল গান্ধী লিখেছিলেন,”ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়েছেন মমতাদি। তাঁর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।” তৃণমূল কংগ্রসে প্রস্তাবিত সর্বভারতীয় ব্রিগেড সমাবেশেই যে বিজেপি বিরোধী জোটশক্তির বার্তা দেশবাসীর কাছে পৌছে যাবে,চিঠিতে এ নিয়ে আশা প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি।

চিঠিতে রাহুল আরো লিখেছেন,দীর্ঘ সাড়ে চারবছর ধরে দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছেন মোদী। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করেছেন দেশের আমজনতাকে। তবে এতোদিনে মোদীর সে মুখোশ খুলে গিয়েছে। বিজেপি সরকারের প্রকৃত স্বরূপ বুঝেছে মানুষ। দিকভ্রান্ত মানুষ আর মোদীর উপর ভরসা রাখতে পারছে না। তাই দিকে দিকে মোদীবিরোধী ঝড় উত্তাল হয়ে উঠেছে। পথে নেমে মানুষ বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করছে। নতুন বিজেপিমুক্ত ভারতের স্বপ্ন দেখছে দেশবাসী।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিভেদের রাজনীতির পতন ঘটিয়ে দেশবাসীকে সেই ভারত উপহার দেওয়ার লক্ষ্যে একজোট হওয়ার সময় এসেছে। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই ঐক্যবদ্ধ ভারত গড়তে বদ্ধপরিকর বিরোধীদল গুলি। তাই আসন্ন লোকসভা ভোটে কেন্দ্র থেকে মোদীসরকার উৎখাতের লক্ষ্যে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোকে একছাতার তলায় আনার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনাকে সমর্থন করলেন রাহুল গান্ধী। চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন কংগ্রেসের হাইকমান্ডার।

রাহুল গান্ধীর এই চিঠির সূত্র ধরেই লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে প্রদেশ কংগ্রেসের আসন সমঝোতার প্রশ্নটি ফের মাথাচাড়া দিয়ে ওঠে। তবে জাতীয় কংগ্রেস সুপ্রিমোর এই ‘সমর্থন’ যে সম্পূর্ণ জাতীয় স্বার্থ রক্ষার খাতিরে। রাজ্যরাজনীতির সঙ্গে এর বিন্দুবিসর্গও যোগসূত্র নেই এমনটাই স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। উল্লেখ্য,কয়েক মাস আগেই রাজ্যরাজনৈতিকমহলে এটাই ছিল সবথেকে চর্চিত বিষয়। আগামী লোকসভা ভোটে প্রদেশ কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট বাধবে কিনা তা নিয়ে তুলকালাম শুরু হয়ে গিয়েছিল দলীয় অন্দরেই।

এ নিয়ে গোট প্রদেশ কংগ্রেস শিবিরই দুদলে ভাগ হয়ে গিয়েছিল। এক গোষ্ঠী তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেও অন্য গোষ্ঠী বেঁকে বসে। এ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এতোটাই প্রবল হয়ে উঠেছিল যে ঘটনাচক্রে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে সোমেন মিত্রকে আনা হয়। তবে সোমেন মিত্র দলের ক্ষমতায় আসার পর থেকেই নিজের মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মনোভাবটাই বারবার সামনে এনেছেন। ঠিক বিজেপি বিরোধী ব্রিগেড সমাবেশের একদিন আগে ফের জানিয়ে দিলেন,রাহুল গান্ধী যতোই তৃণমূল নেত্রীকে সমর্থন করুন না কেন তৃণমূলের সঙ্গে প্রদেশ কংগ্রেসের আসন রফা নৈব নৈব চঃ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!