এখন পড়ছেন
হোম > রাজ্য > শাসকদলে যোগ দিলেও ভোট দিন কংগ্রেসকে, দলত্যাগীদের তৃণমূলী নির্দেশ

শাসকদলে যোগ দিলেও ভোট দিন কংগ্রেসকে, দলত্যাগীদের তৃণমূলী নির্দেশ

এই কিছুদিন আগেই মানস ভুঁইঞার পথে হেঁটে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। শুধু তিনিই নন কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন শাওনি সিংহ রায়ও। পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন কংগ্রেসিরা। এবারে আবার কংগ্রেসচ্যুত বিধায়কদের কংগ্রেস প্রার্থীকেই ভোট দেওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূলের হাইকম্যান্ড।
এমন সিদ্ধান্তের কারণ কি? জানা গিয়েছে রাজ্যসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে লাল ফৌজকে কোনঠাসা করার জন্যই এই পরিকল্পনা। পশ্চিমবঙ্গ থেকে অভিষেক মনু সিংভিকে প্রার্থী করেছে কংগ্রেস। এমত অবস্থায় তৃণমূল দলনেত্রীর কথা অনুসারে, কংগ্রেসের অভিষেক মনু সিংভিকে সমর্থন করবে তৃণমূল। পশ্চিমবঙ্গ থেকে পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থীকে জেতাতে তৃণমূলের উদ্বৃত্ত ভোট যাবে কংগ্রেসের ঘরেই। দলের বিধায়করা সমেত শাওনি সিংহ রায়, অপূর্ব সরকারের মত জনা দশেক কংগ্রেসচ্যুত বিধায়কদেরও অভিষেক মনু সিংভিকেই ভোট দেওয়ার জন্য নির্দেশ এসেছে তৃণমূলের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!