এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের প্রধানমন্ত্রীকে ‘জন্তু’ বলে বিতর্ক বাড়ালেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক

দেশের প্রধানমন্ত্রীকে ‘জন্তু’ বলে বিতর্ক বাড়ালেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক


রাজনীতির ময়দানে কটু কথার চর্চার ইয়োত্তা নেই। এবার দুর্বিনীত আচরণকারী নেতাদের তালিকায় যুক্ত হলেন অন্য একজন। তিনি রাজ্যের শাসক দলের ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। বুধবার হালিশহর পুরসভার লোকসংস্কৃতি ভবনে প্শ্চিমবঙ্গ পুর কর্মচারী ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  ঐ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে এই তৃণমূল কংগ্রেস বিধায়ক কেন্দ্রের শাসক দল বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কটুক্তি করলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘জন্তু’ বলে সম্বোধন করে অর্জুন সিং বললেন, ”মোদী নামে যে জন্তু প্রধানমন্ত্রী আছেন, তিনি দেশকে বিদেশের হাতে বন্ধক রেখে দিয়েছেন।” তাঁর এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। কম বেশি সকল রাজনৈতিক দলগুলি সমস্বরে সওয়াল করতে থাকে যে কেন অর্জুন সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্তু বলে সম্বোধন করলেন!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

তবে কেন তিনি এমন বললেন, তার ব্যাখ্যা পাওয়া যায়নি অর্জুন সিংয়ের কাছ থেকে। তাঁর ভাষণের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশান করে তোপ দেগে তৃণমূল কংগ্রেস সাংসদ বললেন, ”ব্যবসায়ী মানুষ তাই ব্যবসাটা ভালো বোঝেন উনি। দেখুন দেশের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অস্ত্র কারখানাগুলোর কী অবস্থা করেছে এখন। রেলকে কোথায় পৌঁছে দিয়েছেন তিনি । ফলে মোদীর বিদায় নিশ্চিত।” এদিনের সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেন। তিনিও বিজেপির বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!