এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃনমূলের মিছিলে গেরুয়া পতাকা, চাঞ্চল্য রাজ্যে

তৃনমূলের মিছিলে গেরুয়া পতাকা, চাঞ্চল্য রাজ্যে

লোকসভা নির্বাচনের পর থেকেই ভগবান রামকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূলের নেতা নেত্রীদের দেখলেই জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যাচ্ছে বিজেপিকে। পাল্টা তৃনমূলের পক্ষ থেকে সেই রামনামের প্রবণতা কমাতে জয়হিন্দ, জয়বাংলা স্লোগান দেওয়া হচ্ছে।

আর এই পরিস্থিতিতে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যজুড়ে বিজেপির বিরুদ্ধে ব্ল্যাক মানি ফেরতের দাবিতে মিছিল করছে তৃণমূল। যেমন, এদিন জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়িতে শাসক দলের পক্ষ থেকে সেই মিছিল অনুষ্ঠিত হয়।

কিন্তু আশ্চর্যজনকভাবে তৃণমূলের মিছিলে দেখা যায় হনুমানের ছবি আঁকা গেরুয়া পতাকা। যা দেখে হকচকিয়ে যান অনেকেই। যেখানে হনুমান এবং রামকে নিয়ে বঙ্গ রাজনীতি উত্তাল, সেখানে তৃণমূলের মিছিলে কেন সেই গেরুয়া পতাকার ছোঁয়া! কেন হঠাৎ তৃণমূলের মিছিলে হনুমানের পতাকা!

এদিন এই প্রশ্ন করতেই তৃণমূলের নেতাদের গলায় কিছুটা বিড়ম্বনার সুর শুনতে পাওয়া গেছে। একাংশের মতে, বিজেপির সংকীর্ণ রাজনীতি দেখে হনুমান রেগে গিয়েছেন। আর তাই গেরুয়া শিবিরের এই কৌশল ফাস করতেই তাদের মিছিলের আগে হনুমানকে একে দেখানো হয়েছে। কিন্তু তৃণমূলের এই ঠুনকো যুক্তি আদৌ কি বিশ্বাসযোগ্য!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই ব্যাপারে প্রশ্ন করতে গিয়ে গোটা ব্যাপারটিকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ব্লক তৃণমূল সভাপতি তমাল ঘোষ।তিনি বলেন, “তৃণমূলের আগে সিপিএম, কংগ্রেস কাটমানি খেয়েছে তাই তাদের কাটমানি আগে ফেরত দিতে হবে। আর ক্ষমতায় আসার আগে বিজেপি কালো টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এবারে উত্তরবঙ্গে তৃণমূল ধরাশায়ী হয়েছে। একটা আসনও তারা নিজেদের দখলে রাখতে পারেনি। যার কারণ হিসেবে হিন্দু ভোটের সিংহভাগ বিজেপির দিকে গিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফলে সেদিক থেকে সেই হিন্দু ভোট যাতে তাদের দখলে আসে, তার জন্য নিজেদের মিছিলে এবার হনুমানের প্রতীক এবং গেরুয়া পতাকা রাখতে বাধ্য হল তৃণমূল। আর তাইতো এই ব্যাপারে প্রশ্ন করায় রীতিমতো গোটা ব্যাপারটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন ঘাসফুল শিবিরের নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!