এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দু গড়ে পদ হারালেন প্রভাবশালী নেত্রী, জেনে নিন

শুভেন্দু গড়ে পদ হারালেন প্রভাবশালী নেত্রী, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নিজেরই দুই ছেলে দুর্নীতির দায়ে দোষী। আম ফান ক্ষতিগ্রস্ত নন কিন্তু তাও তালিকায় তাদের নাম রয়েছে।আছে পাকা বাড়ি টাকার সমস্যা নেই তা সত্বেও নাম উঠেছে আম ফান ক্ষতিগ্রস্থ তালিকায় এমনটাই অভিযোগ উঠেছে তমলুক পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ওই বিদায়ী কাউন্সিলর তথা বর্তমানে ওয়ার্ড কো-অর্ডিনেটর রঞ্জিতা জানার বিরুদ্ধে।

অভিযোগ, পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা বর্তমানে ওয়ার্ড এর কো অর্ডিনেটর রঞ্জিতা জানার দুই ছেলে কুশধ্বজ ও নবকুমারের নাম ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে। যা নিয়ে শুরু তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিজেপি ও কংগ্রেস ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে পৌর কর্তৃপক্ষের কাছে দুর্নীতির অভিযোগ তুলেছে। এরপর এই পুর কর্তৃপক্ষ থেকে পুর প্রশাসক রবিন্দ্রনাথ সেন রবিবার রঞ্জিতাকে সাসপেন্ড করেছেন।

রবীন্দ্রনাথ সেন এই নিয়ে বলেন আমপানে বাড়ির কোন ক্ষতি না হওয়া সত্ত্বেও ক্ষতিগ্রস্তদের তালিকায় রঞ্জিতা দেবীর দুই ছেলের নাম থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে সেজন্যেই 10 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর পদ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। নতুন কো-অর্ডিনেটর নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসক হিসাবে আমি ওই দায়িত্ব পালন করব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে রঞ্জিতা দেবি পাল্টা বলেন পুরো প্রশাসকের চিঠি পেয়েছি আমার ছেলেরা ভুল করেছিল টাকা নেব না সেটা ইতিমধ্যেই মহকুমা শাসককে জানিয়েছি। আগামীকাল পুর প্রশাসককেও তা জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত 2010 সালের পৌর নির্বাচনে বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে জিতে কাউন্সিলর হয়েছিলেন রঞ্জিতা কিন্তু পরে তিনি তৃণমূলে যোগদান 2015 সালের পুরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। তৃণমূল পরিচালিত তমলুক পুর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে উনিশে মে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে কোরোনার জন্য কোন নির্বাচন হয়নি যার ফলে নগর উন্নয়ন দপ্তর তাকে ওয়ার্ড কো-অর্ডিনেটর পদে নিযুক্ত করেছিল।

এই প্রসঙ্গে তমলুক শহরের কংগ্রেসের নেতা শেখ জিয়াদ বলেন আম পান ক্ষতিগ্রস্তদের তালিকায় অনেকগুলো ক্ষতিগ্রস্তদের নাম রয়েছে রঞ্জিতা দেবীকে কো-অর্ডিনেটরের পথ থেকে সাসপেন্ড করে পুরো কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের তালিকায় যে দুর্নীতি ঘটেছে তা কার্যত স্বীকার করে নিলেন আমরা চাই যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তালিকা থেকে বাদ পড়েছে তাদের তদন্ত করে পুনরায় সরকারি সাহায্য দেওয়া হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!