এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘চুরি’ করেছেন একের পর এক বিধায়ক! এবার মুখ্যমন্ত্রীকে চরম শিক্ষা দিতে চান এই হেভিওয়েট নেত্রী

‘চুরি’ করেছেন একের পর এক বিধায়ক! এবার মুখ্যমন্ত্রীকে চরম শিক্ষা দিতে চান এই হেভিওয়েট নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজস্থানের রাজনৈতিক নাটক আবার জমে উঠলো। বিক্ষুব্ধ কংগ্রেস যুবনেতা সচিন পাইলট তাঁর পক্ষাবলম্বী ১৮ জন কংগ্রেস বিধায়ককে নিয়ে বিধানসভা তথা কংগ্রেস ত্যাগ করলেই পতনের সম্ভাবনা দেখা দেয় রাজস্থানের বর্তমান ক্ষমতাসীন অশোক গেহলট সরকারের। কিন্তু অশোক গেহলট ২০০ জন বিধায়ক বিশিষ্ট রাজস্থান বিধানসভায় নিজের সরকার টিকিয়ে রাখতে পেরেছেন ১০১ জন কংগ্রেস বিধায়কের সমর্থনের উপরে ভিত্তি করে। এই অশোক গেহলটের উপরে অবৈধ ভাবে বিধায়ক কেনাবেচার অভিযোগ করে, তাকে ‘চোর’ বলে তাঁর বিপদ বহুগুনে বাড়িয়ে দিলেন বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী।

মায়াবতী দাবি করেছেন যে, তাঁর বসপা দলের ৬ জন বিধায়ক গত বছরের সেপ্টেম্বর মাসে গোপনে কংগ্রেসে যোগ দিয়েছে। যে কথা সুপ্রিমো মায়াবতী এতকাল জানতে পারেন নি। রাজস্থানে সম্প্রতি সরকার নিয়ে উথালপাথাল শুরু হয়ে তিনি এই বিষয়টি যাতে পারেন। বসপা দলের এই ছয় বিধায়কের সমর্থন আছে বলেই গেহলট সরকার এখনো পর্যন্ত রাজস্থানের মসনদে আসীন আছে। এই ঘটনাটি জানার পর মায়াবতী ক্ষুব্ধ হয়েছেন ও গেহলটকে চরম শিক্ষা দেবার বন্দোবস্ত করেছেন বলে সংবাদসূত্রে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদসূত্রে আরো জানা গেছে বসপার পাশাপাশি বিজেপিও কংগ্রেসের এই বিধায়ক কেনার বিষয়টিকে অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়ে একটি পিটিশন দায়ের করেছে। বিজেপির দায়ের করা ওই পিটিশনের মধ্যে বসপাও যৌথভাবে নিজেদের অভিযোগ জানিয়েছে। এই পিটিশনে দাবি করা হয়েছে যে, বসপা যেহেতু একটি সর্বভারতীয় দল তাই এই এই দলের বিধায়কেরা এরকম বেআইনিভাবে দল বদল করতে পারেন না।

বসপা সুপ্রিমো মায়াবতী এ প্রসঙ্গে বলেছেন, ‘‘আমরা চাইলে আরও আগেই আদালতে যেতে পারতাম৷ কিন্তু কংগ্রেস পার্টি ও অশোক গেহলটকে একটা শিক্ষা দেওয়ার সময় খুঁজছিলাম৷ এবার আমরা ঠিক করেছি আদালতে যাব৷’’ প্রয়োজনে সুপ্রিম কোর্ট যাবার হুঁশিয়ারি দিয়েছেন বসপা সুপ্রিমো মায়াবতী । কংগ্রেসকে শিক্ষা দিতে সুপ্রিমো মায়াবতী বিজেপির সঙ্গে একজোট হয়ে লড়াই করতেও প্রস্তুত আছেন। এ বিষয়ে কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, মায়াবতী বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছেন। কংগ্রেসের এই অভিযোগের প্রত্যুত্তরে মায়াবতী বলেছেন, ‘‘কংগ্রেস হাই-কমান্ড কি দেখতে পাচ্ছে না রাজস্থানে চোর কে? ওরা কি গেহলট সাহেবকে দেখতে পাচ্ছে না? বসপার দিকে আঙুল তোলা অনেক সোজা ওদের (কংগ্রেস) জন্য৷ আমরা এবার শিক্ষা দিতে চাই৷ আসলে ওরা নিজেদের ভুল ঢাকতে আমাদের বিজেপি-র হাতের পুতুল বলছে৷’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!