এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকসভা ভোটের আগেই উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে বড় জয় পেলো তৃণমূল

লোকসভা ভোটের আগেই উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে বড় জয় পেলো তৃণমূল

লোকসভা ভোটের আগেই উপনির্বাচনে বাজিমাত তৃণমূলের। সামনেই লোকসভা ভোট আর তার আগেই রাজ্যে নিজেদের শক্তি পরীক্ষায় ফের সফলভাবে উত্তীর্ণ হলো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে বাম আমলে তৃণমূলের দখলে থাকা ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিল ছিলেন শৈলেন দাশগুপ্ত। তাঁর মৃত্যুতে বছর দুয়েক ধরে খালি ছিল ওই ওয়ার্ড।

এদিন সেখানেই উপনির্বাচন হয় আর তাতে ৫৪৮২ ভোটে নিকটতম বিজেপির সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছে তৃণমূল।১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী অমিত সিং। হাড্ডাহাড্ডি লড়াই করে ৫৪৮২ ভোটে বিজেপিকে পরাস্ত করে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন তিনি।

ওদিকে কংগ্রেসকে টেক্কা দিয়ে তৃতীয় স্থান দখল করল সিপিএম। ২১ টি বুথে দু রাউন্ডে গননা হয়। এরপরই জয়ের উল্লাসে মাতে শাসকদলে। মিষ্টি বিতরণ,আবীর খেলা শুরু করে দেয় তৃণমূল। লোকসভা নির্বাচনের আগেই ঢাকঢোল পিটিয়ে জয়ের উৎসব শুরু করে দেয় তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রশাসনিক সূত্রের খবর,১১৭ নম্বর ওয়ার্ডের এই উপনির্বাচন হয়েছিল গত ১৬ ডিসেম্বর। তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন অমিত সিং,বিজেপি তরফ থেকে লড়েছিলেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। এছাড়া সিপিএম এবং কংগ্রেসের প্রার্থীরা যথাক্রমে অমিতাভ কর্মকার এবং প্রভিষেক সিং। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা প্রায় ১৮৮৯৩ জন। ভোট পড়েছিল ১২০১৫ টি।

জানা গিয়েছে,বামফ্রন্টের আমলেও তৃণমূলের শক্তি ঘাঁটি ছিল এই ১১৭ নম্বর ওয়ার্ড। কাউন্সিলর ছিলেন শৈলেন দাশগুপ্ত। তাঁর মৃত্যুতে বছর দুয়েক ধরে কাউন্সিলরের পদ খালি ছিল ওই ওয়ার্ডে। তবে ওয়ার্ডের তদারকির দায়িত্বে ছিলেন শৈলেন দাসগুপ্তের স্ত্রী কল্যাণী দাশগুপ্ত। তাকে প্রার্থী না করে প্রভাবশালী তারক সিং-এর ছেলেকে এবার প্রার্থী করাকে কেন্দ্র করে বেশ জলঘোলা হয়েছে উপনির্বাচনের আগে। নির্বাচনে স্বজনপোষণের অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

এই উপনির্বাচনের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মনকষাকষিও চলছিল বিস্তর৷ অনুমান করা হচ্ছিল,এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের জয়ের পথের কাঁটা হয়ে উঠতে পারে। কিন্তু সব জল্পনাকে মিথ্যে করে জয় ছিনিয়ে নিল তৃণমূল। লোকসভা ভোটের আগেই বড়সড় স্বস্তি তৃণমূল শিবিরে।

উল্লেখ্য,জয়ী অমিত সিং-এর বাবা তারক সিং পাশের ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ। এবং ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদে রয়েছেন তারক সিং-এর কন্যা কৃষ্ণা সিং। এবার অমিত সিং ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন। অর্থাৎ এক পরিবারের তিন সদস্য পর পর ওয়ার্ডের কাউন্সিলর। এই অমিং সিং -এর প্রচারমূলক কর্মসূচিতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল নতুন মেয়র ফিরহাদ হাকিমকেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!