এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট কর্মীদের তালিকা নিয়ে বড়সড় ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের

ভোট কর্মীদের তালিকা নিয়ে বড়সড় ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের


বছর ঘুরতেই লোকসভা ভোট। দিনক্ষণ এখনো স্থির না হলেও নির্বাচন কমিশনের কর্মতৎপরতা ইঙ্গিত দিচ্ছে ভোট আসার আর বেশি দিন বাকি নেই। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বণিকসভা বেঙ্গল চেম্বার অব কর্মাসের লাউন্সে লোকসভা ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়,এবার থেকে অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত হবে। আর এটা করবেন সংশ্লিষ্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রধানেরা। এদিন জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকদের (নির্বাচন) সঙ্গে সিইও দফতরের কর্তাদের বৈঠক হয়। এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

প্রসঙ্গত,যেখান সরাসরি ভোটকর্মীদের হিসেব থাকবে এবং যে যে দফতরে কর্মীরা ভোটকর্মী হিসাবে যাবেন সেই সেই দপ্তরেই প্রধানরা এ ব্যাপারে যাবতীয় তথ্য পোর্টালে তুলে ধরবেন। এতোদিন ধরে ভোটকর্মীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হত জেলাশাসকের দফতর থেকেই। ১৯’এর নির্বাচনের জন্য এই ভোটকর্মীদের তালিকা অবিলম্বে তৈরি করার জন্য ৷ জেলাশাসকদের নির্দেশ দেন সিইও দফতরের কর্তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে ৪ জানুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার আগে সেই তালিকা বারবার পরীক্ষা করা নির্দেশ রয়েছে সিইও দফতরের। শুধু তাই নয়,ভোটারদের ছবি নিয়েও আলাদা করে সতর্ক করা হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের ভোটার তালিকায় সানি লিওনের ছবি প্রকাশিত হয়েছিল। সেই ঘটনার উদাহরণ টেনেই ভোটারদের ছবি নিয়ে এবার বাড়তি সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য,বছর বছর ভোট কম হয় না গোটা দেশে। কখনো বিধানসভা তো কখনো পঞ্চায়েতে,কখনো আবার পুরসভা নির্বাচন বা কখনো উপনির্বাচন। আর এবার তো দেশের সবথেকে গুরুত্বপূর্ন লোকসভা নির্বাচন৷ তাই গনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যম ভোটপ্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব যাদের কাঁধে তাঁদের ব্যস্ততার শেষ নেই।

আর এবার তো দেশের সমস্ত আসনেই  ইলেকট্রনিক ভোটিং মেশিনে’র (ইভিএম) সঙ্গে ‘ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল’ (ভিভিপ্যাট) ব্যবহার করার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছে। তাই প্রক্রিয়া যাতে ত্রুটিমুক্ত হয় সেদিকেও বিশেষ নজর দিয়ে নির্দেশ রয়েছে জেলাশাসকদের৷ এবং এই সংক্রান্ত প্রচারের উপরও জোর দিতে বলা হয়েছে,বলেই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!