এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি ছড়ানো অভিযোগে গ্রেপ্তার পুরুলিয়ার বিজেপি জেলা সম্পাদক

ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি ছড়ানো অভিযোগে গ্রেপ্তার পুরুলিয়ার বিজেপি জেলা সম্পাদক


সোস্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক প্ররোচনামূলক কথাবার্তা বলার বলার অভিযোগে এদিন গ্রেফতার করা হলো  পুরুলিয়ার বিজেপি জেলা সম্পাদক রবিন সিং দেওকে। এদিন তিনি দলীয় বৈঠকে অংশ গ্রহণ করতে যাচ্ছিলেন তখনই তাঁকে পথে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। সময় নষ্ট না করে এদিনই তাঁকে  পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। বিচারক ধৃত বিজেপি নেতাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গতঃ দিন কয়েক আগে পশ্চিমবঙ্গ সরকারের সবলা প্রকল্পের (আইসিডিএস) কিশোরীদের মধ্যে বিতরণ করা পুষ্টিজাত খাবারের প্যাকেটে পশুর মাংস মেশানোর অভিযোগ এনে গেরুয়া শিবিরের এই নেতা স্থানীয় জয়পুর ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন। এরপরে ঐ বিডিওর অভিযোগের ভিত্তিতে জয়পুর থানা রবিন সিংয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই ঘটনার ভিত্তিতেই এদিনের গ্রেফতার। এদিনের ঘটনাকে কার্যতই ধীক্কার জানিয়েছে গেরুয়া শিবির।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী’র মতে ঐ জেলায় বিজেপি দলের প্রভাব বৃদ্ধিতে রাজ্যের শাসক দল আদতে ভয় পেয়েছে। তার জেরেই এই মিথ্যে মামলা দায়ের করে বিরোধী দলের নেতাদের গ্রেফতার করছে। অন্যদিকে গেরুয়া শিবিরের আনা এই অভিযোগকে একহাত দিয়ে রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো জানালেন সোস্যাল মিডিয়ার জনগন উত্তেজিত হতে পারে এমন মন্তব্য করা একটি গুরুতর অপরাধ । আর অপরাধের কারণেই রাজ্য সরকার বিজেপি নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিয়েছে। উল্লেখ্য , এর আগেও রাম নবমীর সময় জয়পুর থানার সামনে অস্ত্র হাতে মিছিল করতে দেখা গিয়েছিল বিজেপি নেতা রবিন সিং দেওকে। তখনও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত পঞ্চায়েত নির্বাচনে জয়পুর ব্লকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করে গেরুয়া শিবিরের উত্থানের পিছনে একটি ইতিবাচক ভূমিকা ছিলো  জেলার বিজেপি জেলা সম্পাদক রবিন সিং দেও’র। এইসব কারণের উল্লেখ করেই বিজেপি দলীয় নেতারা তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!