এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, পুরভোট বিষয়ে বিশেষ নির্দেশ হাইকোর্টের

Big Breaking, পুরভোট বিষয়ে বিশেষ নির্দেশ হাইকোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পুরভোট বিষয়ে বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে দ্রুত নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি পুরভোট বিষয়ে দুটি জনস্বার্থ মামলা হাইকোর্টে দায়ের করা হয়েছিল। তার মধ্যে একটি মামলায় জানানো হয়েছিল যে, দ্রুত হাওড়া পুরনিগমের নির্বাচন করানো হোক। অপর মামলায় জানানো হয়েছিল যে, রাজ্যের অন্যান্য পুরসভার বকেয়া ভোট করানো হোক। সম্প্রতি মেয়াদ উর্তীর্ণ পুরসভা গুলির নির্বাচন স্থগিত রেখে পুরপ্রশাসকের অধীনে প্রশাসক বোর্ড গঠন করা হয়েছে।

গত ২০২০ সালের এপ্রিল মাসে রাজ্যে পুরভোট সম্পন্ন করার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমনের কারণে নির্বাচন স্থগিত করে দেয়া হয়। সংক্রমনের আশংকা থেকে নির্বাচন স্থগিত করে দেয় রাজ্য সরকার। পরিবর্তে পুরসভার বিদায়ী চেয়ারম্যান বা বিদায়ী মেয়রকে পুরপ্রশাসক রূপে নিযুক্ত করে তাঁর অধীনে গঠন করা হয় প্রশাসক বোর্ড। প্রথমে কলকাতা পুরসভাতে প্রশাসক বোর্ড গঠন করা হয়েছিল। পরবর্তীকালে রাজ্যের একাধিক পুরসভায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে পুরভোটের আরজি বারবার জানানো হয়েছে বিরোধী পক্ষ থেকে। তবে করোনা সংক্রমনের কারণে রাজ্য সরকার পুরভোটের কোনো উদ্যোগ নেয়নি। এই পরিস্থিতিতে হাওড়া পুরনিগমে পুরভোটের আরজি জানিয়ে সিপিএমের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। যেখানে জানানো হয়েছিল যে, ভোট না হওয়ার ফলে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না। সিপিএমের হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে দ্রুত পুরভোটের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

সিপিএমের পক্ষ থেকে জানানো হয় যে, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে এলাকার উন্নয়ন বন্ধ রয়েছে। উপযুক্ত পুর পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। এই মামলার শুনানির পর হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এর পক্ষ থেকে জানানো হলো যে, অবিলম্বে সমস্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে দ্রুত পুরভোট গ্রহণ করতে হবে হাওড়া পুর নিগমে। এছাড়াও রাজ্যের অন্যান্য পুরসভা গুলিতেও পুরভোটের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।

তবে পুরভোটের বিষয়ে এখনও এখনো পর্যন্ত কোনো সময়সীমা বেঁধে দেয়নি কলকাতা হাইকোর্ট। আবার, কলকাতা পুরসভার বিষয়ে কোনো নির্দেশ দেয়া হয়নি হাইকোর্টের পক্ষ থেকে। কারণ কলকাতা পুরসভার ভোট সংক্রান্ত মামলাটি সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। কলকাতা ছাড়া অন্যান্য পুরসভা গুলির নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ দ্রুত শেষ করে রাজ্যের সঙ্গে আলোচনা করে রাজ্য নির্বাচন কমিশনকে দ্রুত ভোট গ্রহণ সম্পন্ন করার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!