এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের সঙ্গে কুস্তি না দোস্তি?কোন পথে চলবে বাম ব্রিগেড? কি বলছেন দলের সর্বভারতীয় নেতৃত্ব?

তৃণমূলের সঙ্গে কুস্তি না দোস্তি?কোন পথে চলবে বাম ব্রিগেড? কি বলছেন দলের সর্বভারতীয় নেতৃত্ব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিধায়ক শূন্য হওয়ার পর থেকেই সিপিএম রাজ্য নেতৃত্তের গলায় তৃণমূল বিরোধিতার সুর কিছুটা যেন ফিকে হয়ে পড়েছে। তৃণমূল-সিপিএম জোটের ইঙ্গিত আসতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে, ত্রিপুরা রাজ্যে তৃণমূল-সিপিএম জোট করে বিজেপির সঙ্গে লড়াই করতে পারে, এরকম একটা জল্পনা রাজনৈতিক মহলে শুরু হয়েছে। ইতিপূর্বে বিমান বসু জানিয়েছিলেন যে, বিজেপি ছাড়া যে কোন দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত বামপন্থীরা। সূর্যকান্ত মিশ্র বলেছিলেন যে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে সকলকে সঙ্গে নিতে হবে। তৃণমূলকেও নিতে হবে। সারাদেশে বিরোধীরা যদি একজোট হতে পারে, তবে ভালো হয়।

তাঁর এই বক্তব্য থেকে অনেকে মনে করেছিলেন যে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাতে তৃণমূল ও সিপিএমের জোটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার এ প্রসঙ্গে বেশ কিছু বক্তব্য রাখলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি জানালেন, ধর্মনিরপেক্ষ দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক তৃণমূল। এরপর সমঝোতার প্রশ্ন আসবে। প্রসঙ্গত, ত্রিপুরা থেকে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির বিকল্প হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টায় রয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে ত্রিপুরাতে তৃণমূল-সিপিএম জোটের জল্পনা শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি জানালেন যে, ত্রিপুরায় সিপিএম বিজেপি বিরোধিতায় রয়েছে সামনের সারিতে। তাঁদের কর্মীরা ত্রিপুরায় বিজেপির বেশিরভাগ আক্রমণের শিকার হয়েছেন। তৃণমূলের সঙ্গে একসঙ্গে কাজ করার বিষয়ে তাঁদের ভূমিকা কী হবে? তা নিয়ে দল এখনো সিদ্ধান্ত নেয়নি দল। নির্বাচনের এখন অনেকটা দেরি আছে। তার আগে উত্তর-পূর্বের নদী গুলি দিয়ে অনেক জল বয়ে যাবে। নির্বাচন এগিয়ে এলে পরিস্থিতি কি দাঁড়ায়? তারদিকে তাঁরা নজর রাখবেন।

ত্রিপুরাতে এখন যারা বিজেপির নেতা, তাঁদের মধ্যে অনেকেই আগে তৃণমূলে ছিলেন। আবার কয়েকজন বিজেপির বিদ্রোহী নেতা রয়েছেন, যাদের তৃণমূল দলে টানার চেষ্টা করছে। তিনি জানালেন, ত্রিপুরায় তৃণমূলের কার্যত সংগঠন বলে কিছু নেই। ফলে পরিস্থিতি কোন দিকে গড়ায়? সেদিকে তাঁরা নজর রাখতে চাইছেন। অর্থাৎ জোট নিয়ে অনেকটাই কৌশলী জবাব দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। তৃণমূলের সঙ্গে জোট বিষয়ে তিনি হ্যাঁ বা না কোন কিছুই সরাসরি না বলে কিছুটা কৌশল তৈরি করলেন বলেই, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!