এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আর বিজেপির রাজ্য সদর দপ্তরে যাবেন না মুকুল রায়! বিস্ফোরক সিদ্ধান্ত ঘোষণার পরেই তীব্র জল্পনা

আর বিজেপির রাজ্য সদর দপ্তরে যাবেন না মুকুল রায়! বিস্ফোরক সিদ্ধান্ত ঘোষণার পরেই তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায়ের সঙ্গে বঙ্গ-বিজেপির দূরত্ত্ব কি বাড়ছে? মুকুল রায়ের নতুন ‘রাজনৈতিক ঘোষণার’ পরে সেই জল্পনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে! কিছুদিন আগে থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হতে থাকে – গেরুয়া সংসারে নাকি একদমই খুশি নন বঙ্গ রাজনীতির চাণক্য! এমনকি তিনি তৃণমূলে ফিরতে চেয়ে নাকি বার দুয়েক বৈঠকও সেরে ফেলেছেন! যদিও মুকুল রায় নিজে সপাটে সেই সম্ভাবনার কথা মাঠের বাইরে ফেলে দিয়েছেন।

কিন্তু, তারপরে আবারো নতুন করে মুকুল রায় ও বঙ্গ বিজেপির সম্পর্ক নিয়ে ঝড় উঠতে চলেছে গেরুয়া সংসারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা ২ থেকে ১৮ করার অন্যতম কারিগর জানিয়েছেন – তিনি নাকি বিজেপির রাজ্য হেড কোয়ার্টারেই আর যেতে চান না! মুকুল রায় নিজে সরকারিভাবে জানিয়েছেন, আমি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছি – ৬, মুরলীধর সেন লেনে আর যাব না! পরিচ্ছনতার কোনও বালাই নেই ওখানে, ঘিঞ্জি পরিবেশ। তাই সল্টলেকে নতুন অফিস খুঁজছি।

কিন্তু, যে রাজনৈতিক দলের তিনি অন্যতম মুখ, তার রাজ্য সদর দপ্তরেই তিনি যাবেন না ‘অপরিচ্ছন্নতার’ কারণে! অন্যান্য রাজ্য নেতারা তো দিব্যি আসছেন সেখানে! মুকুল রায়ের তাৎপর্যপূর্ণ উত্তর, যে আসে আসুক, আমি আর যাব না! আমার বয়স হয়েছে, তার উপর হাই সুগার! রাজ্য বিজেপির সদর দপ্তরের পরিবেশ অত্যন্ত আনহাইজিনিক! তাছাড়া আমি বিজেপির রাজ্য নেতা নই, ফলে আমার রাজ্য দপ্তরে যাওয়া বাধ্যতামূলক নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সুতরাং, আপাত দৃষ্টিতে করোনা জনিত নিরাপত্তার কারণে একটি বাস্তবসম্মত সিদ্ধান্তই নিয়েছেন বলে মনে হওয়ায় স্বাভাবিক। কিন্তু, গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। এই নিয়ে স্বাভাবিকভাবেই কেউ সামনাসামনি সরকারিভাবে মুখ খুলতে রাজি নন। যেমন স্বয়ং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, উনি (মুকুল রায়) ঠিকই করেছেন, আমিও কম যাচ্ছি। সবাইকে বলেছি, প্রয়োজন ছাড়া পার্টি অফিসে অকারণ ভিড় করার দরকার নেই!

কিন্তু, একটু খোঁচাখুঁচি করলেই, অনেক নেতাই অনেক তথ্য উগরে দিচ্ছেন! নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার কথায়, মুকুলবাবু নিজাম প্যালেসের ফ্ল্যাট ছেড়ে সল্টলেকে উঠে গেছেন। সেখানে তো রোজই অনুগামীদের ঢল নামছে, তখন করোনার ‘বিপদ’ নেই! অর্থাৎ, প্রকারন্তরে বার্তা স্পষ্ট – করোনাকে ঢাল করে মুকুল রায় কার্যত বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ত্ব বাড়াচ্ছেন। অনেকেই বলছেন, মুখে কিছু না বললেও, নতুন রাজ্য কমিটি নিয়ে নাকি একদমই খুশি নন মুকুল রায়। যে কারণে করোনা জুজুর মাঝেও তিনি দিল্লি উড়ে যান।

যেখানে অমিত শাহের সঙ্গে একান্তে দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকের কথা বাইরে না এলেও জল্পনা, মুকুল রায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। মোদী-শাহের কাছে স্পষ্ট জানিয়েছেন, এইভাবে চললে ২০২১-এর নির্বাচন ‘অত্যন্ত কঠিন’ হয়ে পড়বে! আর দিল্লির সেই বৈঠকের পরেই সল্টলেকে নতুন অফিস খুঁজছেন তিনি – তাও আবার বিজেপির সদর দপ্তরে না যাওয়ার স্পষ্ট ঘোষণার পর। অনেকেই জানাচ্ছেন, অমিত শাহের এতে পূর্ণ সমর্থন না থাকলে, মুকুল রায় কি এতবড় পদক্ষেপ নিতে পারতেন? সব মিলিয়ে বঙ্গ বিজেপি ও মুকুল রায়ের নতুন রসায়নে টালমাটাল গেরুয়া শিবিরের অন্দরমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!