এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফিরে দেখা অতীত – ২০ শে জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?

ফিরে দেখা অতীত – ২০ শে জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?

বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটু ফিরে দেখা অতীতকে। আজকের দিনেই আজ থেকে ১০ বছর, ২০ বছর, ৫০ বছর বা ১০০ বছর আগে ঠিক কি ঘটেছিল? কি লেখা আছে ইতিহাসের পাতায়? তারই একঝলক – এই বিভাগে এবার থেকে নিয়মিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

২০শে জুন, ১৮৫৮ – ব্রিটিশ সৈন্যরা গোয়ালিয়র দুর্গ দখল করে এবং প্রথম ভারতীয় সিপাহি বিদ্রোহ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়।
২০শে জুন, ১৮৬৯ – মহান শিল্পী, সমাজ সংস্কারক, দেশপ্রেমিক ও কিরলোস্ককার শিল্প প্রতিষ্ঠাতা লক্ষ্মনরাও কিরলোস্কার বেলজিয়ামে জন্মগ্রহণ করেন।
২০শে জুন, ১৮৯৭ – বিখ্যাত আসামিয়া কবি রত্নকান্ত বারকাকতী, জন্মগ্রহণ করেন।
২০শে জুন, ১৯১১ – মুক্তিযোদ্ধা ও প্রাক্তন মন্ত্রিসভার মন্ত্রী, দত্তাতারে পুরুষোত্তম কর্মকার, মৃত্যুবরণ করেন।

২০শে জুন, ১৯১৬ – শ্রীমতি নাথীবাঈ দমোধের থ্যাকারসি (এসএনডিটি) ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় – প্রথম মহিলা এবং পঞ্চম ভারতীয় বিশ্ববিদ্যালয় পুনেতে প্রতিষ্ঠিত হয়েছিল।
২০শে জুন, ১৯৪৬ – ২০-২১ জুন থেকে গান্ধীজি কার্যনির্বাহী কমিটির বৈঠকে যোগ দেন।
২০শে জুন, ১৯৪৮ – লর্ড মাউন্টব্যাটেন ভারতের কেন্দ্রীয় গভর্নর জেনারেল পদত্যাগ করেন
২০শে জুন, ১৯৫৭ – বিখ্যাত সংগীতজ্ঞ গোবিন্দরো বুরহানপুরকার-এর মৃত্যু।

২০শে জুন, ১৯৭২ – ফাস্ট বোলার পারস মাম্বরে বোম্বেতে জন্মগ্রহণ করেন।
২০শে জুন, ১৯৭৯ – ভারতীয় ফুটবলার রেনেডি সিং, মণিপুরে জন্মগ্রহণ করেন।
২০শে জুন, ১৯৮৫ – আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সজ্জা পদক, মেডেল অব ফ্রিডম, রাষ্ট্রপতি রোনাল্ড রেগান কর্তৃক মাদার তেরেসাকে উপস্থাপিত হয়েছিল।
২০শে জুন, ১৯৯২ – সিপিএম ড: শঙ্করদয়াল শর্মাকে সমর্থন না করার সিদ্ধান্ত নেয়।

২০শে জুন, ১৯৯৪ – বিখ্যাত ধর্মীয় কাশ্মীরি নেতা নিসার আহমেদ বন্দুকধারীর গুলিতে মারা যান, কাশ্মীর জুড়ে পাকিস্তান-বিরোধী স্লোগান ওঠে।
২০শে জুন, ১৯৯৫ – উত্তরপ্রদেশে মায়াবতী সরকার আস্থা ভোটে জেতে।
২০শে জুন, ১৯৯৭ – চলচ্চিত্র নির্মাতা বাসু ভট্টাচার্য মাত্র ৬৫ বছর বয়সে মুম্বাইয়ে মারা যান।
২০শে জুন, ১৯৯৭ – ভারত ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের দ্বিতীয় দফার আলোচনা ইসলামাবাদে শুরু হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!