এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ব্যাট ঘোরাচ্ছেন ‘বাজার সরকার’ মুকুল রায়, দিনের শেষে স্কোর কি দাঁড়াল? দেখে নিন একনজরে

ব্যাট ঘোরাচ্ছেন ‘বাজার সরকার’ মুকুল রায়, দিনের শেষে স্কোর কি দাঁড়াল? দেখে নিন একনজরে


২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় রেকর্ডকালীন ভালো ফল করে তিন-তিনজন বিধায়ক পায় ভারতীয় জনতা পার্টি। কিন্তু, তারপর থেকেই দ্রুত বদলাতে থাকে বাংলার রাজনৈতিক পটচিত্র – বামফ্রন্ট ও কংগ্রেসকে পিছনে ফেলে দ্রুত প্রধান বিরোধী হিসাবে উঠে আসে বিজেপি। মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবার পরেই বিভিন্ন উপনির্বাচনে গেরুয়া শিবির বিশাল সংখ্যক ভোট বাড়িয়ে সকলকে চমকে দিচ্ছিল।

আর তারপর বিগত পঞ্চায়েত নির্বাচন বা সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গেরুয়া শিবির তো বাংলায় এবার পরিবর্তনের পরিবর্তন করার স্বপ্ন দেখাতে শুরু করেছেন আমজনতাকে। আর সেই কাজ সম্পূর্ণ করতে তৃণমূল কংগ্রেস তো বটেই বামফ্রন্ট বা কংগ্রেস থেকেও ঝাঁকে ঝাঁকে বিধায়ক নাকি বেরিয়ে এসে যোগ দেবেন বিজেপিতে। ফলে নাকি পরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বিজেপির হয়ে এই দল ভাঙানোর দায়িত্ব প্রায় একার কাঁধেই তুলে নিয়েছেন ‘বাজার সরকার’ মুকুল রায়। প্রসঙ্গত, মুকুলবাবুকে এই নামে অভিহিত করেন বাম নেতারা। ২০০৬ সাল থেকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব পেয়ে, তিনি দলকে বড় করার জন্য সব ধরনের নেতাদের তৃণমূলে শামিল করতে থাকেন। আর তাই পুরোনো দিনের জমিদারদের যেমন তাঁদের ‘বাজার সরকাররা’ হতাশ করতেন না, তেমনই মুকুল রায়ও নিজের দলীয় নেতৃত্বকে এই দল বাড়ানোর কাজে হতাশ করেন না।

আগে এই কাজটি যেমন সুনিপুন হাতে তৃণমূল কংগ্রেসের জন্য করতেন, এখন সেই কাজ একই পদ্ধতিতে তিনি করছেন গেরুয়া শিবিরের হয়ে। আর তাই, এইসব একের পর এক দলবদলের পর দেখে নেওয়া যাক, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পরে হওয়া বিভিন্ন উপনির্বাচনে জিতে ও দলবদলের ফলে বাংলায় বর্তমানে বিজেপির মোট বিধায়ক সংখ্যা কত দাঁড়াল ও তাঁরা কারা –

১. মনোজ টিগ্গা (মাদারিহাট – ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী)
২. স্বাধীন কুমার সরকার (বৈষ্ণবনগর – ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী)
৩. নীরাজ তামাং জিম্বা (দার্জিলিং – ২০১৯ সালের উপনির্বাচনে জয়ী)
৪. জুয়েল মুর্মু (হবিবপুর – ২০১৯ সালের উপনির্বাচনে জয়ী)
৫. আশীষকুমার বিশ্বাস (কৃষ্ণগঞ্জ – ২০১৯ সালের উপনির্বাচনে জয়ী)
৬. পবনকুমার সিং (ভাটপাড়া – ২০১৯ সালের উপনির্বাচনে জয়ী)
৭. দুলালচন্দ্র বর (বাগদা – ১২ ই মার্চ, ২০১৯ দলবদল করে কংগ্রেস থেকে বিজেপিতে)
৮. দেবেন্দ্রনাথ রায় (হেমতাবাদ – ২৮ শে মে, ২০১৯ দলবদল করে সিপিএম থেকে বিজেপিতে)
৯. শুভ্রাংশু রায় (বীজপুর – ২৮ শে মে, ২০১৯ তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে বিজেপিতে)
১০. তুষারকান্তি ভট্টাচার্য্য (বিষ্ণুপুর – ২৮ শে মে, ২০১৯ দলবদল করে কংগ্রেস থেকে বিজেপিতে)
১১. মনিরুল ইসলাম (লাভপুর – ২৯ শে মে, ২০১৯ তৃণমূল থেকে দলবদল করে বিজেপিতে)
১২. দিলীপ ঘোষ (খড়্গপুর সদর – ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হলেও, মেদিনীপুর লোকসভা থেকে নির্বাচিত হওয়ায় বিধায়ক হিসাবে তাঁকে পদত্যাগ করতে হবে)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!