এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূল নেত্রীর ঘোষণার পর জলপাইগুড়ি-কালিম্পঙে কোন কেন্দ্রে কে হতে পারেন প্রার্থী দেখে নিন

তৃণমূল নেত্রীর ঘোষণার পর জলপাইগুড়ি-কালিম্পঙে কোন কেন্দ্রে কে হতে পারেন প্রার্থী দেখে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ এই করোনা আবহে এই বছর কিভাবে হবে তাই নিয়ে কাল এক দলীয় বৈঠক ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু, একুশে জুলাইয়ের থেকেও বড় কথা হয়ে দাঁড়িয়েছে এখন একুশের নির্বাচন। ফলে, এখন থেকেই কার্যত নির্বাচনের দামামা বেজে গেল শাসকদলের অন্দরে। কেননা কালকের বৈঠকের পরিপ্রেক্ষিতে সামনে এল এক বড়সড় খবর।

গতকালের বৈঠক সম্পূর্ণরূপে দলীয় বৈঠক হওয়ায়, সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার বা প্রত্যক্ষ করার অনুমতি ছিল না। কিন্তু ওই বৈঠকে যোগদান করা বিভিন্ন বিধায়কের অনুগামীদের সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বৈঠকের মাঝেই জানতে চান, বিধানসভা ভোটে আপনারা কে কে ফের টিকিট পেতে চান হাত তুলুন দেখি? কয়েক জন ইতস্তত করলেও, দলনেত্রীর সেই প্রশ্নে প্রায় সবাই হাত তোলেন।

আর এরপরেই তৃণমূল নেত্রী নাকি জানান, এই দেখুন আমিও হাত তুলছি। যে যেখানে বিধায়ক রয়েছেন, সেখানেই প্রার্থী হবেন। একই সঙ্গে তিনি জানান, অন্য কোনও সংরক্ষণ না থাকলে, প্রত্যেকে নিজের নিজের কেন্দ্র থেকেই দাঁড়াতে পারবেন। যদিও এই নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা তৃণমূল কংগ্রেসের তরফে করা হয় নি। আর তাই, এরপরেই তুমুল জল্পনা ছড়িয়ে পরে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদি, এই জল্পনা সত্যি হয় তাহলে আসুন একনজরে দেখে নেওয়া যাক জলপাইগুড়ির ৭ আসনের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা –

১. ধূপগুড়ি – মিতালী রায়
২. ময়নাগুড়ি – অনন্তদেব অধিকারী
৩. জলপাইগুড়ি – এই কেন্দ্রে গতবার কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা জয়ী হন, তৃণমূল কংগ্রেসের টিকিটে ধরিত্রীমোহন রায় পরাজিত হন
৪. রাজগঞ্জ – খগেশ্বর রায়
৫. ডাবগ্রাম-ফুলবাড়ি – গৌতম দেব
৬. মাল – বুলুচিক বারিক
৭. নাগরাকাটা – শুক্রা মুন্ডা

আসুন একনজরে দেখে নেওয়া যাক কালিম্পঙের ১ আসনের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা –
১. কালিম্পঙ – এই কেন্দ্রে গতবার গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী সরিতা রাই জয়ী হন, তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দল হরকা বাহাদুর ছেত্রী পরাজিত হন

আরও পড়ুন – ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা (যে জেলার প্রার্থী তালিকা দেখতে চান সেই জেলার উপর ক্লিক করুন) –
১. কুচবিহার – ৯ আসন
২. আলিপুরদুয়ার – ৫ আসন
৩. জলপাইগুড়ি – ৭ আসন
৪. কালিম্পঙ – ১ আসন
৫. দার্জিলিঙ – ৫ আসন
৬. উত্তর দিনাজপুর – ৯ আসন
৭. দক্ষিণ দিনাজপুর – ৬ আসন
৮. মালদহ – ১২ আসন
৯. মুর্শিদাবাদ – ২২ আসন
১০. নদীয়া – ১৭ আসন
১১. উত্তর ২৪ পরগণা – ৩৩ আসন
১২. দক্ষিণ ২৪ পরগণা – ৩১ আসন
১৩. কলকাতা – ১১ আসন
১৪. হাওড়া – ১৬ আসন
১৫. হুগলী – ১৮ আসন
১৬. পূর্ব মেদিনীপুর – ১৬ আসন
১৭. পশ্চিম মেদিনীপুর – ১৫ আসন

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!