এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জাতীয় রাজনীতিতে চালিকা শক্তি হতে তৃণমূলের কোর কমিটির বৈঠক কালীঘাটের বাইরে

জাতীয় রাজনীতিতে চালিকা শক্তি হতে তৃণমূলের কোর কমিটির বৈঠক কালীঘাটের বাইরে

আসন্ন পঞ্চায়েত নির্বাচন, কিন্তু পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচনে জাতীয় রাজনীতিতে অন্যতম চালিকা শক্তি হয়ে ওঠা। আর তাই দক্ষিণ কলকাতার উত্তীর্ণ মুক্তমঞ্চে রাজ্যের সমস্ত ব্লকের সভাপতি সহ প্রায় তিন হাজার প্রতিনিধিকে নিয়ে আগামী ৩১ জানুয়ারি তৃণমূলের কোর কমিটির সভা অনুষ্ঠিত হতে চলেছে। প্রসঙ্গত, তৃণমূলের কোর কমিটির বৈঠক নেত্রীর কালীঘাটের বাসভবনেই হত। পরে একবার নজরুল মঞ্চ ও তৃণমূল ভবনেও হয়েছে বর্ধিত কোর কমিটির অধিবেশন। কিন্তু তৃণমূল সূত্রের খবর, সামনেই পঞ্চায়েত ভোট, বছর ঘুরতে না ঘুরতেই লোকসভা নির্বাচন। তাই তার আগে নেত্রী সংগঠনকে তৎপর করতে চান।
শাসকদল সূত্রে আরো জানা যাচ্ছে, শুধু পঞ্চায়েত নির্বাচনই নয়, লোকসভা ভোটেও ঐতিহাসিক ফলের লক্ষ্যে জেলা থেকে ব্লক স্তরের নেতা-নেত্রী ও জনপ্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পরিষদ দখল শুধু নয়, ত্রিস্তর পঞ্চায়েতে সর্বত্র নিরঙ্কুশ সংখ্যাধিক্য পেতে পরিকল্পনা করেছে শাসকদল। কেননা তৃণমূল স্তরে জনভিত্তি পোক্ত হলে আগামী বছরের লোকসভা ভোটে তার ফায়দা মিলবে। তাই প্রধান লক্ষ্য আগামী পঞ্চায়েত নির্বাচন হলেও, ২০১৯ সালের লোকসভা ভোটকে এখন থেকে নিশানায় রেখে পরিকল্পিতভাবে এগতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই একদিকে যেমন তরুণ প্রজন্মের কর্মীদের নিয়ে সম্মেলন করবেন, তেমনই দলের ব্লক স্তরের নেতাদের কাছে রাজনৈতিক বার্তা দেবেন তৃণমূল নেত্রী বলেই সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!