এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > শান্তিপুরে অশান্তির আগুন! বচসার জেরে তৃণমূলের চন্দ্রিমার ভাইয়ের মাথা ফাটাল দলেরই প্রাক্তনী

শান্তিপুরে অশান্তির আগুন! বচসার জেরে তৃণমূলের চন্দ্রিমার ভাইয়ের মাথা ফাটাল দলেরই প্রাক্তনী


এলাকার নাম শান্তিপুর। কিন্তু এবার তৃণমূলের গন্ডগোলে সেই এলাকা হয়ে গেল অশান্ত। জানা গেছে, রাস্তায় হাম্প তৈরি নিয়ে গন্ডগোলের জেরে এবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ভাইয়ের মাথায় ভারী বস্তু দিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রমোদ পল্লী এলাকায়।

কিন্তু কেন এই অশান্তির ঘটনা ঘটল? জানা গেছে, রবিবার তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য চন্দ্রিমা মন্ডলের ভাই দেবব্রত মন্ডল প্রমোদপল্লীর বাড়ির কাছে দাঁড়িয়েছিলেন। আর সেই সময়ে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রদীপ সরকার দুজনকে সঙ্গে নিয়ে মোটরবাইক করে যাওয়ার সময় হাম্পে পড়ে যান। আর এরপরই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রদীপ সরকার বর্তমান পঞ্চায়েত সদস্যা চন্দ্রিমা মন্ডলের ভাইয়ের সঙ্গে তীব্র বচসা শুরু করে দেন।

অভিযোগ, পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, দেবব্রত মন্ডলের মাথায় ভারী একটি জিনিস দিয়ে আঘাত করেন সেই প্রদীপ সরকার। আর এর পরেই চন্দ্রিমা মন্ডলের ভাই দেবব্রত মন্ডল মাটিতে লুটিয়ে পড়লে এলাকা ছেড়ে পালিয়ে যান তারা। পরবর্তীতে প্রথমে রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে সেখান থেকে রেফার করে পাঠিয়ে দেওয়া হয় কলকাতার হাসপাতালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে দেবব্রত মন্ডলের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করার কারণে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রদীপ সরকারের দোকান এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করতে এলাকায় পৌঁছয় পুলিশ। বর্তমানে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। কিন্তু হঠাৎ শুধুমাত্র হাম্পে পড়ে যাওয়ার কারণে কেন তৃণমূলের বর্তমান পঞ্চায়েত সদস্য চন্দ্রিমা মন্ডলের ভাইকে এভাবে গুরুতর ভাবে আঘাত করলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রদীপ সরকার?

শাসকদলের বক্তব্য, প্রদীপ সরকার আগে তৃণমূল করলেও, এখন বিজেপির সঙ্গে জড়িত। আক্রোশের জেরেই তিনি চন্দ্রিমা মন্ডলের ভাইয়ের ওপর এই আক্রমণ করেছেন। এদিন এই প্রসঙ্গে প্রদীপবাবুর বিরুদ্ধে সরব হয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদীপ প্রামাণিক বলেন, “দেবব্রত মন্ডল কর্মসূত্রে বিদেশে থাকেন। লকডাউনের কারণে তিনি বাড়ি ফিরেছেন। তিনি রাজনীতি করেন না। প্রদীপ এখন বিজেপি করে।”

তিনি আরও জানান, “ও এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আগে তৃণমূল করলেও, নানা অভিযোগে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে।” তবে এখনও পর্যন্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যা চন্দ্রিমা মন্ডলের ভাইয়ের উপর আঘাতের ঘটনায় কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!