এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘বিজেপি থাকছে’- জানিয়ে দিলেন তৃণমূলের ভোট কৌঁশলী, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

‘বিজেপি থাকছে’- জানিয়ে দিলেন তৃণমূলের ভোট কৌঁশলী, চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 2019 এর লোকসভা নির্বাচনের পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তারপর থেকে তৃণমূলের সঙ্গে তার গাঁটছড়া পাকা হয়ে গিয়েছে। তৃণমূল গেরুয়া শিবিরের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এবং গেরুয়া শিবিরকে হারানোর জন্য একাধিক পরিকল্পনার স্রষ্টা এই প্রশান্ত কিশোর। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন, 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পিছনে অলক্ষ্যে যে নামটি রয়ে গিয়েছে সেটি হল এই প্রশান্ত কিশোর। আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় যেতে চলেছেন। লক্ষ্য- নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি। আর মুখ্যমন্ত্রীর আগেই গোয়া সফরে গিয়েছিলেন প্রশান্ত কিশোর।

সেখান থেকেই প্রশান্ত কিশোর চাঞ্চল্যকর মন্তব্য করলেন। কার্যত তিনি কংগ্রেসকেই সাবধান করলেন এবং দাবি করলেন আগামী কয়েক দশক ভারতীয় জনতা পার্টি ভারতের রাজনীতিতে অন্যতম মূল ভিত্তি হয়ে থাকবে। এবং পরবর্তী বেশ কয়েক দশক বিজেপির বিরুদ্ধে কিন্তু লড়াই চালাতে হবে। কার্যত তৃণমূল তাঁদের বিরোধীপক্ষ বিজেপিকে পর্যুদস্ত করতে যখন উঠেপড়ে লেগেছে, সে সময় প্রশান্ত কিশোরের এই মন্তব্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছিল। যদিও সে জল্পনার বাস্তবায়ন হয়নি। কিন্তু বিভিন্ন রাজ্যে কংগ্রেস থেকে তৃণমূলে দলবদলের ঘটনা ঘটছে।

সে ক্ষেত্রে অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই মতে কংগ্রেসের ঘরে ভাঙনের পেছনে অন্যতম ভূমিকা রয়েছে এই প্রশান্ত কিশোরের। গোয়া থেকে প্রশান্ত কিশোর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেই আসলে তীব্র কটাক্ষ করেছেন। প্রশান্ত কিশোরের মতে, রাহুল গান্ধী যেভাবে চিন্তা করছেন নরেন্দ্র মোদিকে চাইলেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যাবে তা কিন্তু ভুল। মোদীর জনপ্রিয়তা প্রসঙ্গ নিয়ে প্রশান্ত কিশোর এদিন জানিয়েছেন, বেশিরভাগ লোক চিন্তা করছেননা কেন নরেন্দ্র মোদী জনপ্রিয় হয়ে উঠেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যথারীতি নরেন্দ্র মোদির শক্তি বৃদ্ধির ব্যাপারটি যদি বোঝা যায় তাহলেই নরেন্দ্র মোদিকে হারানো সম্ভব হবে বলে জানিয়েছেন প্রশান্ত কিশোর। তিনি আরও জানান, ক্ষমতার প্রথম 40 বছর কংগ্রেস যেমন ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল, ঠিক সেভাবেই বিজেপিও আগামী বেশ কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে। আর তার কারণ হিসেবে প্রশান্ত কিশোর ব্যাখ্যা করেছেন সর্বভারতীয় স্তরে যদি 30 শতাংশের বেশি ভোট পাওয়া যায় তাহলে ক্ষমতা হারানোর কোন সম্ভাবনা নেই।

সেক্ষেত্রে তিনি কংগ্রেসের জন্য পরামর্শ দিয়েছেন যদি তারা মনে করে মানুষ রেগে গিয়ে মোদিকে হারিয়ে দেবে এবং যদি তাই হয়ও অর্থাৎ মোদিকে হয়তো সরানো যাবে কিন্তু বিজেপি থাকবে। এবং এই জায়গাতেই প্রশান্ত কিশোর  রাহুল গান্ধীকে আরও সক্রিয় করে তুলতে চাইছেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে প্রশান্ত কিশোর কিন্তু কংগ্রেসের তুলনায় তৃণমূল কংগ্রেসকেই এক্ষেত্রে এগিয়ে রাখছেন। তবে এই প্রশান্ত কিশোরই কিন্তু জানিয়েছিলেন, সর্বভারতীয় স্তরে বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং কংগ্রেস প্রশান্ত কিশোরের কথাকে গুরুত্ব দেয় কিনা এখন সেদিকেই থাকবে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!