এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আরও একবার বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন দিলীপ ঘোষ, কি বললেন তিনি?

আরও একবার বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন দিলীপ ঘোষ, কি বললেন তিনি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক মহলে দিলীপ ঘোষ বরাবরই সুপরিচিত তার বিতর্কিত মন্তব্যের জন্য। এর আগে গরুর দুধে সোনা আছে বলে তিনি ব্যাপক বিতর্ক তৈরি করেছিলেন। আর এবার দিলীপ ঘোষ আরেকবার বিতর্ক উস্কে দিলেন রোহিঙ্গাদের নিয়ে কড়া মন্তব্য করে। সম্প্রতি বাংলাদেশের হয়ে গিয়েছে একাধিক সাম্প্রদায়িক হিংসা ঘটনা। আর সেই ঘটনার ছাপ এসে পড়েছে বাংলাতেও। বিজেপি নেতারা একের পর এক মন্তব্য করে চলেছেন। কিছুদিন আগেই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোহিঙ্গাদের প্রসঙ্গে চরম মন্তব্য করেন।

আর এবার বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বর্তমানে দিলীপ ঘোষ রয়েছেন জলপাইগুড়িতে। সেখানেই তিনি ছিলেন চায়ে পে চর্চায়। দিলীপ ঘোষের প্রাতঃকালীন এই আড্ডা যথেষ্ট সুপরিচিত। আর এই আড্ডাতেই দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করলেন রোহিঙ্গাদের নিয়ে। কার্যত দিলীপ ঘোষ জানিয়েছেন এদিন রোহিঙ্গাদের নিয়ে চরম উদ্বিগ্ন সবাই। কিন্তু এ রাজ্যের শাসক দল তৃণমূল এবং রাজ্য সরকার সে ব্যাপারে মাথা ঘামাচ্ছেনা। দিলীপ ঘোষের কথায় উঠে এসেছে অনুপ্রবেশের বিষয়টিও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বরাবরই বিজেপি অনুপ্রবেশ বন্ধ করার ব্যাপারে সুর চড়িয়েছে। এবারেও দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত-বাংলাদেশের মধ্যে যে হাজার কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই সেখান দিয়েই ব্যাপক অনুপ্রবেশ ঘটছে রোহিঙ্গাদের। এবং তাঁদের সবরকম সহযোগিতা করছে পশ্চিমবঙ্গ সরকার। রোহিঙ্গাদের প্রসঙ্গে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের পাশাপাশি সন্ত্রাসবাদী কার্যকলাপেও রোহিঙ্গাদের জড়িত থাকার।

কিছুদিন আগেই নন্দীগ্রামে বাংলাদেশের হিংসাত্মক ঘটনায় সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছিল গেরুয়া শিবিরের একটি অংশ। আর সেখান থেকেই শুভেন্দু অধিকারী বিতর্কিতভাবে বলেছিলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানো হোক। সেক্ষেত্রে শারীরিক আক্রমণ করতেও পিছপা নন তিনি। পাশাপাশি শুভেন্দু অধিকারী সিএএ নিয়ে জোরালো মন্তব্য করেন। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর পর দিলীপ ঘোষ রোহিঙ্গাদের নিয়ে করলেন বিতর্কিত মন্তব্য। ইতিমধ্যে তাঁর মন্তব্য সাড়া ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!