এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল সংগঠনে এবার বিপুল বদল আনার তোরজোড়, লক্ষ্য সংগঠন মজবুত করার

তৃণমূল সংগঠনে এবার বিপুল বদল আনার তোরজোড়, লক্ষ্য সংগঠন মজবুত করার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন মেটার পরেই তৃণমূল কংগ্রেসের অন্যতম লক্ষ্য যে 2024 এর লোকসভা নির্বাচন, তা জানতে এখন আর বাকি নেই। কার্যত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ রদবদল করেছিলেন। আর এবার রদবদলের কারণ কার্যত তৃণমূলের সাংগঠনিক স্তরে বদল আনার ভাবনা। লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শক্তি বাড়ানোর উদ্দেশ্যে এই বদল বলেই জানা যাচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী দলীয় স্তরে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কার্যকর করবেন বলে স্থির করেছেন। একই সাথে দলের বিপুল জয় পাওয়াকে এবার ময়দানে নামাতে চলছেন নেত্রী।

সেক্ষেত্রে নতুন দায়িত্ব এখন সবাইকে ভাগ করে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের পাশাপাশি লোকসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি ত্রিপুরা এবং উত্তর প্রদেশের সংগঠনও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। সাংগঠনিক বদল সংক্রান্ত একাধিক বৈঠক চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেক্ষেত্রে জানা যাচ্ছে, মূল সংগঠন থেকে যুব, ছাত্র, মহিলা, শ্রমিক সংগঠন স্তরে স্থগিত থাকা একাধিক সিদ্ধান্ত এবার সামনে আসতে চলেছে। ইতিমধ্যেই সংগঠনের বিভিন্ন দায়িত্বে নতুন মুখ আনা হয়েছে। পাশাপাশি ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে এবার দায়িত্ব অনেকের মধ্যেই ভাগ করে দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে এতদিন পর্যন্ত দলের বহু নেতা একদিকে সরকারের মন্ত্রীত্ব, অন্যদিকে দলের সংগঠনের কাজ চালিয়ে এসেছেন। কিন্তু এবার সুষ্ঠুভাবে কাজ করার জন্য নতুন নতুন মুখ সামনে আসতে চলেছে। আর সেক্ষেত্রে অবশ্যই সক্রিয় সদস্যদের কথা ভাবা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই দলের তরফ থেকে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গ নিয়ে। কারণ উত্তরবঙ্গে দলের অন্দরে বহু চক্রান্তের খবর পাওয়া গেছে। চক্রান্তকারীদের নাম ইতিমধ্যেই রিপোর্ট আকারে জমা পড়েছে নেত্রীর কাছে বলে খবর। সুতরাং কিছু একটা নতুন সিদ্ধান্ত হতে চলেছে তা স্পষ্ট।

তবে কারা নতুন সংগঠনের নতুন মুখ হিসেবে সংগঠনের দায়িত্বে আসছেন, তা নিয়ে এখনও বিশেষ কিছুই জানা যায়নি নেত্রী পক্ষ থেকে। বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে আরও শক্ত হাতে সংগঠনকে শক্তিশালী করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আর সেই লক্ষ্যেই যুব শক্তিকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে সংগঠনের বিভিন্ন স্তরে এবার সক্রিয় কর্মীদের দেখা মিলবে বলে খবর। আপাতত একুশে জুলাই এর মঞ্চে উঠে, নাকি মঞ্চে ওঠার আগেই নেত্রী সাংগঠনিক বদল আনার সিদ্ধান্ত ঘোষণা করেন সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!