এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল থেকে কি মুখ ফিরিয়ে নিচ্ছেন ঘাটালের তারকা তৃণমূল সাংসদ? গুঞ্জন ক্রমশ বাড়ছে

তৃণমূল থেকে কি মুখ ফিরিয়ে নিচ্ছেন ঘাটালের তারকা তৃণমূল সাংসদ? গুঞ্জন ক্রমশ বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের ভোট নিয়ে যখন রাজ্যজুড়ে তৃণমূল-বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল জোরদার প্রচার শুরু করে দিয়েছে, এবং প্রায় প্রতিদিনই প্রচারে দেখা যাচ্ছে তারকা প্রতিনিধিকে। ঠিক এই সময় তৃণমূল শিবিরের অন্যতম সাংসদ তথা টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে তৃণমূলের প্রচার কর্মসূচিতে দেখা না পাওয়ায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘাটালে এবার দ্বিতীয় দফার ভোট। কিন্তু এখনও পর্যন্ত সাংসদ দেবের ঘাটালের প্রচারে আসার কোনো রকম পরিকল্পনা পাওয়া যায়নি দলীয় সূত্রে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দলীয় সাংসদ হলেও তাঁকে কেন পাওয়া যাচ্ছেনা দলের প্রচারে?

সেক্ষেত্রে শোনা যাচ্ছে, দেবের অনুপস্থিতির পেছনে অন্যতম কারণ দলীয় কোন্দল আর সে কারণেই তিনি এখনো পর্যন্ত প্রচারপর্বে যোগ দেননি। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এই মুহূর্ত বাংলায় চলছে একুশের বিধানসভা নির্বাচনের পিক আওয়ার। এই সময় যদি প্রচারে ঝড় তোলা না যায়, তাহলে কিন্তু পিছিয়ে পড়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ঘাটালের সাংসদকে কিন্তু প্রচারে ঝড় কেন, হাওয়ারূপেও দেখা যাচ্ছেনা। ইতিমধ্যে প্রচারে দেবের অনুপস্থিতি নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঘাটাল বিধানসভার তৃণমূল প্রার্থী অবশ্য জানিয়েছেন, অভিনেতা দেব তাঁর প্রচারে আসবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁকে প্রচারে আনার জন্য দিনক্ষণ ঠিক হচ্ছে। কিন্তু সাংসদের প্রতিনিধি জানিয়ে দিয়েছেন, এরকম কোন পরিকল্পনা এখনো পর্যন্ত নেই। অবশ্য তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য খবর। তৃণমূলের অনেকেই মনে করছেন, দেবের অনুপস্থিতির অন্যতম কারণ ঘাটালের বিধায়ক তথা এবারের প্রার্থী শংকর দলুইয়ের সঙ্গে সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের ঠান্ডা লড়াই। ঘাটাল কলেজ পরিচালন কমিটি এবং কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালন সমিতির পুনর্গঠন নিয়ে এই দুই তৃণমূল নেতার ঠান্ডা যুদ্ধের কথা দলের প্রায় সবার জানা। যথারীতি দেব পিছু হটেন। তারপর থেকে ঘাটালের কোন দলীয় কর্মসূচিতেই আর পাওয়া যায়নি তাঁকে।

অন্যদিকে অবশ্য আরেকটি জল্পনা শোনা যাচ্ছে দেবের সম্পর্কে। কিছুদিন আগে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেবের একই মঞ্চে থাকার দাবি নিয়ে টুইট করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যদিও সেই টুইটের উত্তরে দেব পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, তিনি থাকবেন না। কিন্তু তারপর থেকেই বিজেপির সঙ্গে দেবের যোগ নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। আপাতত দেখার, আবার মান-অভিমান ভুলে তৃণমূল সাংসদ দীপক অধিকারী শেষ বেলায় তৃণমূলের প্রচারে আসেন নাকি বরাবরের মতন দলীয় দূরত্ব বজায় রাখেন!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!