এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আসানসোলের তৃণমূলের তারকা প্রার্থীর জোরদার প্রচার, ‘বহিরাগত’ তকমা কী ঘোচাতে পারলেন?

আসানসোলের তৃণমূলের তারকা প্রার্থীর জোরদার প্রচার, ‘বহিরাগত’ তকমা কী ঘোচাতে পারলেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে ওঠে। এবারের নির্বাচনী তালিকায় তৃণমূলের পক্ষ থেকে এক ঝাঁক তারকা প্রার্থীদের দেখা যাচ্ছে রাজনৈতিক ময়দানে। আর তাই নিয়েই দলীয় নেতারা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভের পরিমাণ এতটাই ছিল যে রাতারাতি তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে চলে যান বেশকিছু হেভিওয়েট নেতা। অন্যদিকে তারকা অভিনেতা অভিনেত্রীরা তৃণমূলের প্রার্থী তালিকায় নাম ওঠার পরেই নেমে পড়েছেন জোরদার প্রচারে। বহিরাগত তকমা মুছে ফেলতে তাঁরা মরিয়া। যেমন দেখা গেল এদিন দেখা গেল টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষকে।

আসানসোলের দক্ষিণের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে। তবে সায়নীর লক্ষ্য, তারকা থেকে ঘরের মেয়ে হয়ে ওঠা। আর তা করতে গিয়ে সায়নী প্রচারে কোনোরকম ফাঁকফোকর রাখছেনা। ইতিমধ্যে প্রচারপর্বের বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সায়নী ঘোষ। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূল তারকা প্রার্থীর আসানসোলের বাসিন্দাদের কাছের মানুষ হয়ে ওঠার প্রক্রিয়া। প্রসঙ্গত, প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকে সায়নী ঘোষের বিরুদ্ধে আসানসোলের তৃণমূলের একাংশ তাঁকে বহিরাগত বলে তীব্র সমালোচনা করেন। কিন্তু ক্রমশ সেই ‘বহিরাগত’ তকমা ঝেড়ে ফেলে সায়নী ঘোষ এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠার অপেক্ষায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সে কারণেই প্রচারপর্বে সায়নী ঘোষ নিজের কেন্দ্রের মানুষের সাথে ব্যাপকভাবে জনসংযোগ গড়ে তুলছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি মানুষকে তিনি জানাচ্ছেন, কাজের ক্ষেত্রে তিনি এক ইঞ্চিও জায়গা ছাড়বেননা। অন্যদিকে দক্ষিণ আসানসোলে সায়নী ঘোষের ভোট প্রচারকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল নেত্রী সায়নী ঘোষ স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করতে গেলে ব্যাপক আপত্তি তোলে স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু সায়নী ঘোষ বিন্দুমাত্র বিজেপির রোষকে পাত্তা না দিয়ে বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করেন। তিনি জানিয়ে দেন, বিবেকানন্দ কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়।

এদিন তিনি বিবেকানন্দের পাশাপাশি অন্যান্য মনীষীদেরকেও শ্রদ্ধা জানান। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আসানসোল দক্ষিণের সায়নী ঘোষ ধীরে ধীরে নিজের জমি শক্ত করছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। এখনো পর্যন্ত আসানসোল দক্ষিণের গেরুয়া শিবিরের প্রার্থী ঠিক হয়নি। সেক্ষেত্রে প্রচারের দিক থেকে কিন্তু সায়নী এগিয়ে থাকছেন বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় এখন দেখার, ভোটবাক্সে আসানসোলের মানুষ তারকা প্রার্থীর দিকে হাত বাড়ান, নাকি অন্য ভাবনাকে প্রশ্রয় দেন!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!