এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে গোষ্ঠীদ্বন্দের ছায়া এবার মুর্শিদাবাদে, প্রার্থী হতে চাইলেন পাঁচমাস আগেই গেরুয়া দল থেকে আসা নেতা

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দের ছায়া এবার মুর্শিদাবাদে, প্রার্থী হতে চাইলেন পাঁচমাস আগেই গেরুয়া দল থেকে আসা নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই দলবদলের হাওয়ায় ভর করে তৃণমূলে এসেছিলেন মুর্শিদাবাদের রেজিনগরের হুমায়ুন কবীর। প্রসঙ্গত, তিনি আগেও তৃণমূলেই ছিলেন। সেখান থেকে কিছুদিনের জন্য গেরুয়া শিবিরে গিয়েছিলেন। তারপর আবার দলবদল করে মাস পাঁচেক আগে তৃণমূলে এসেছিলেন। কিন্তু দলবদল করলেও বিতর্ক কিন্তু তাঁর পিছু ছাড়ছেনা। তৃণমূল শিবিরে এসেও এবার মুখ খুললেন তিনি। প্রার্থী হওয়া নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন তিনি মুর্শিদাবাদের তৃণমূল সভাপতি আবু তাহের খানের বিরুদ্ধে।

হুমায়ুন কবীর অভিযোগ করেছেন, তাঁকে কোনো দলীয় কর্মসূচিতে ডাকা হচ্ছেনা আর তা যে জেলা সভাপতির অঙ্গুলীহেলনে সে ব্যাপারে নিশ্চিত তিনি। তাই এবার তিনি সরাসরি বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের দাবি তুলেছেন। অন্যদিকে আবু তাহের খান অবশ্য বিতর্ক এড়িয়ে গেছেন। হুমায়ুন কবীর দলের জেলা সভাপতি আবু তাহের খানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলে নিয়েছেন। কিন্তু তাও জেলা সভাপতি তাঁকে রাজনৈতিক কর্মসূচিতে না ডেকে রাজনৈতিক প্রতিহিংসা মেটাচ্ছেন।

মুর্শিদাবাদ যেহেতু অধীর চৌধুরীর গড় বলে পরিচিত, তাই হুমায়ুন কবীর বিজেপিকে তৃতীয় শক্তি বলেই ভাবছেন মুর্শিদাবাদে। কিন্তু কংগ্রেস শিবিরের মোকাবিলায় জেলার তৃণমূল কিভাবে লড়াই করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি আবু তাহের খানের রাজনৈতিক শক্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, একসময় হুমায়ুন কবীর পরিচিত ছিলেন অধীর চৌধুরীর ডানহাত হিসেবে। 2011 সালে তিনি বিধানসভা নির্বাচনে জয়ের মুখ দেখেন। এরপর আবার 2016 সালে কংগ্রেসের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে হেরে যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার 2021 এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীর অংশগ্রহণ করতে ইচ্ছুক বলে জানাচ্ছেন বিভিন্ন মহলে। অন্যদিকে আবু তাহের খান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সেভাবে গুরুত্ব না দিয়ে পাল্টা জানিয়েছেন, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং হুমায়ুন কবীরের মধ্যে চলছে একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। তবে প্রার্থী ঠিক করবেন দলীয় নেতৃত্ব বলে জানান আবু তাহের খান। কিন্তু জেলায় রেজিনগরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি।

এ কথা সবার জানা তৃণমূল শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন সময়ে দলের সংগঠনকেই আলগা করেছে বা করছে। তাই কোনমতেই একুশের বিধানসভা নির্বাচনের আগে যাতে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া না দেয় সেদিকে সজাগ নজর আবু তাহের খানের। তবে যেভাবে হুমায়ুন কবীর আজ মুখ খুললেন তাতে রাজনৈতিক মহলের অনেকেরই ধারণা, আগামী দিনে কিন্তু আরেকজন তৃণমূলী বিক্ষুব্ধ নেতা দেখতে চলেছে রাজ্যবাসী। আর এক্ষেত্রে বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া অন্যতম কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

 

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!