এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের বিস্ফোরক অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সৌজন্যে উপনির্বাচন

তৃণমূলের বিস্ফোরক অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সৌজন্যে উপনির্বাচন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধায়ক পদে জিতে তিনি যেহেতু মুখ্যমন্ত্রী হননি, তাই তাঁকে ছয় মাসের মধ্যে উপনির্বাচনের হাত ধরে জিতে আসতে হবে সংবিধানের নিয়মানুযায়ী। আর এই পরিস্থিতিতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে। তাঁদের দাবি, বিজেপির পক্ষ থেকে রাজ্যজুড়ে সাংবিধানিক সঙ্কট তৈরি করার চেষ্টা চলছে। আর তাই উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে এত সময় লাগছে। প্রসঙ্গত রাজ্যপাল এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং সেখানে তিনি একের পর এক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল।

পাশাপাশি তাঁদের আশঙ্কা, যেকোনোভাবে উপ নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার কৌশল নিয়েছে বিজেপি। সেক্ষেত্রে রাজ্যপাল উস্কানি দিতে পারেন বলেই তৃণমূলের একাংশের দাবি। প্রসংগত জানা যাচ্ছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই শুধু নয় উপনির্বাচনে লড়তে হবে অর্থমন্ত্রী অমিত মিত্র এবং শোভনদেব চট্টোপাধ্যায়কেও।

উপনির্বাচনে জিতে আসার জন্য সময়সীমা হচ্ছে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ। যদি এর মধ্যে উপনির্বাচন না হয়, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জ্জীকে পদত্যাগ করতে হবে। খুব স্বাভাবিকভাবেই এই আশঙ্কা সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি রাজ্যপালের দীর্ঘ সফর নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

একইসাথে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত ভারতীয় সংবিধানের 164 (4) অনুযায়ী ভোটে পরাজিত হলেও মুখ্যমন্ত্রীপদে সর্বোচ্চ ছয় মাস থাকতে পারেন কেউ। তার মধ্যে যদি উপনির্বাচনে জিতে আসতে না পারেন সেক্ষেত্রে তাঁকে পদত্যাগ করতে হবে।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভায় দলের চিফ হুইপ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, দেশজুড়ে পশ্চিমবঙ্গের বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছেনা। সেক্ষেত্রে সুখেন্দুশেখর রায় জানান, এখন অনেকটাই নিয়ন্ত্রণে রাজ্যের করোনা পরিস্থিতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, যদি করোনা উপনির্বাচনের ক্ষেত্রে মূল সমস্যা হয়, তাহলে একুশের বিধানসভা নির্বাচন 8 দফা ধরে কি করে হলো? রাজ্যে সাংবিধানিক সংকট হবার সম্ভাবনা উড়িয়ে দেননি দমদম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হওয়া বিমলশংকর নন্দও। তিনি জানিয়েছেন ছ মাসের মধ্যে যদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচন জিততে না পারেন তাহলে রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত আইন-শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে নেতিবাচক কথা বলে রাজ্যের সরকারের ইমেজ খারাপ করার চেষ্টা চালাচ্ছে যেমন বিজেপি, ঠিক সেরকমই উপ নির্বাচনের দিন ঘোষণা না করে সময় ব্যয় করা হচ্ছে।

অন্যদিকে তৃণমূল ইতিমধ্যেই নন্দীগ্রামের নির্বাচনের ফলাফল নিয়ে পৌঁছে গিয়েছে হাইকোর্টে। সেখানেও শুরু হয়েছে নতুন বিতর্ক। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের পর এবার উপ নির্বাচন নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। আপাতত নজর উপনির্বাচনের দিন ঘোষণার দিকে এবং যেসব মন্ত্রীরা ইতিমধ্যেই নির্বাচনে জয় না পেয়ে কিংবা নির্বাচনে অংশগ্রহণ না করে মন্ত্রীসভায় জায়গা পেয়েছিলেন তারা আদৌ সেই জায়গা ধরে রাখতে পারেন কিনা সেদিকেও লক্ষ্য রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!